× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগানবাড়ির ডিনার

আরাফাত আহমেদ রিফাত

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৩:৪৫ পিএম

বাগানবাড়ির ডিনার

শীতের ছুটি পেয়েছি। কোথাও গিয়ে ঘুরে আসা দরকার। গত কয়েক দিনের কাজের চাপে মাথাটা হ্যাং হয়ে আছে। শ্রীমঙ্গলে জান্নাত আপার বাগানবাড়ি আছে। আপা দুলাভাইয়ের সঙ্গে মাঝেমধ্যেই যাওয়া হয় সেখানে। জায়গাটাও আমার খুব পছন্দের। বাগানবাড়িতেই যাওয়া যাক। কিন্তু এবার আপা-দুলাভাই আমার সঙ্গে যেতে পারবেন না। কারণ শীতের ছুটি কাটাতে পরশু তারা সিকিম গিয়েছেন। আপা-দুলাভাইকে কল করে জানাতে চাইলাম না। ব্যাগ গুছিয়ে সকাল সকাল রওনা হলাম শ্রীমঙ্গলের উদ্দেশে।

বাগানবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সূর্য প্রায় ডুবতে বসেছে। আমাকে দেখেই ফখরুল ভীষণ খুশি। কাঁধ থেকে ব্যাগ নিয়ে ঘরে রেখে দিল। গোসলের জন্য পানি গরম করে দিল। গোসল শেষে দেখি ঘরটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এখন আমার পছন্দের চিংড়ি ভুনা আর গোরুর কালা ভুনা রান্না করছে। এটুকু সময়ের মধ্যে এত কিছু কীভাবে করল বুঝে উঠতে পারি না আমি।

ঘড়িতে রাত সাড়ে ৮টা। বিদ্যুৎ নেই। বাইরে প্রচণ্ড শীত। ঘরে বসে ফেসবুকে স্ক্রল করছি। এমন সময় ফখরুল এসে বলল, ‘ভাইয়া, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কারেন্টের আশায় বসে থেকে লাভ নেই।’

‘আচ্ছা। টেবিলে খাবার দাও। ক্ষুধাও লেগেছে। আর হ্যাঁ, জিজ্ঞেস করতে ভুলে গেছি। পায়ে ব্যান্ডেজ কেন? কী হয়েছে?’

‘মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছি।’

‘এর পর থেকে সাবধানে চালাবে। যাও, খাবার দাও।’

ফখরুল গিয়ে টেবিলে খাবার দিতে লাগল। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। জান্নাত আপার কল।

‘হ্যাঁ আপা বল।’

‘কী করছিস?’

‘এইতো আপা, ডিনার করব। ফখরুল টেবিলে খাবার দিচ্ছে।’

‘কোন ফখরুল?’

‘বাগানবাড়ির ফখরুল। তোমাকে বলা হয়নি, আমি আজ বাগানবাড়িতে এসেছি।’

‘তুই পাগল হয়েছিস?’

‘কেন?’

‘ফখরুল কীভাবে আসবে? ও তো এক সপ্তাহ আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে।’

‘কী বল? ও তো পাশের ঘরে খাবার দিচ্ছে।’

এমন সময় কল কেটে গেল। পাশের ঘর থেকে ফখরুলের কণ্ঠ আসছে। ‘ভাইয়া, খাবার দিয়েছি। ডিনার করেন।’

এই শীতেও আমার শরীর ঘামছে। জান্নাত আপা যা বললেন, তা কি সত্যি? নাকি মজা করছেন? পাশের রুমে ডিনার করতে যাব কি? ক্ষুধাও তো লেগেছে। এখন রাগে আমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কেন বাগানবাড়িতে এলাম!  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা