× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যের শক্তিতে আমরা এগিয়ে যাব

দেবাশীষ বিশ্বাস

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৩:৫৮ পিএম

তারুণ্যের শক্তিতে আমরা এগিয়ে যাব

ঝলমলে তারুণ্যের যূথবদ্ধ প্রকাশ ‘অদম্য বাংলাদেশ’, প্রতিদিনের বাংলাদেশ-এর পাঠক সংগঠন। আমাদের লক্ষ্য এমন তরুণসমাজ গড়ে তোলা যারা মেধা ও দক্ষতায় বিশ্বতারুণ্যের সঙ্গে সমান পায়ে এগিয়ে যাবে। যেখানে একজন তরুণ নানা প্রশিক্ষণ ও কাজের মধ্য দিয়ে সুযোগ পাবে সৃজনশীলতা বিকাশের; গড়ে উঠবে দেশাত্মবোধ ও মানবিক হৃদয়। মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা—এ চার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ।

মানুষের কাছে সঠিক সংবাদ পৌঁছে দেওয়া প্রধান হলেও, সমাজের সচেতন অংশ হিসেবে নৈতিক অবস্থান থেকে সংবাদপত্র সব সময়ই সচেষ্ট থেকেছে পীড়িত, নির্যাতিত মানুষের পাশে থাকতে। প্রতিদিনের বাংলাদেশও নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে, নীতির পক্ষে কাজ করে যেতে চায়। সামাজিক ও মানবিক এসব কাজে প্রতিদিনের বাংলাদেশের তরুণপ্রাণ পাঠকই ‘অদম্য বাংলাদেশ’-এর চালিকাশক্তি।

সারা দেশে অদম্য বাংলাদেশ-এর সাংগঠনিক ইউনিট গঠন শুরু হয়েছে। তারুণ্যের কাছে আহ্বান- আসুন আমরা সম্মিলিত হই, দায়িত্বশীল তারুণ্য গড়ে তুলি।

চলছে সদস্য সংগ্রহ ও কমিটি গঠন

অনলাইন ও অফলাইনে এরই মধ্যে সারা দেশে অদম্য বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। প্রতিদিনের বাংলাদেশের সাইটে ঢুকে আগ্রহী যে-কেউ অনলাইনে অদম্য বাংলাদেশ-এর সদস্য হতে পারবেন। এ ছাড়া প্রতিদিনের বাংলাদেশের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে অদম্য বাংলাদেশ-এর কমিটিও গঠন কারা যাবে।

কমিটি গঠনে যেসব দিকে লক্ষ রাখতে হবে

১. প্রাথমিক অবস্থায় একজনকে আহ্বায়ক করে তিন মাসের জন্য জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা যাবে। এ কমিটির সর্বোচ্চ সদস্যসংখ্যা হবে ১৫। আহ্বায়ক কমিটি গঠনের তিন মাস পর এর সদস্যদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।

২. সংগঠনের সব কার্যনির্বাহী কমিটি দুই বছরের জন্য গঠন করা হবে।

৩. সংগঠনে একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন সাংগঠনিক সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সাহিত্য সম্পাদক, একজন প্রচার-প্রকাশনা সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সমাজকল্যাণ সম্পাদক, একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, একজন জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক, একজন পরিবেশ সম্পাদক এবং একজন পাঠচক্র সম্পাদক ও সহসম্পাদক থাকবেন। প্রয়োজনমতো নির্বাহী সদস্য কমিটিতে যুক্ত হবেন।

৪. কার্যনির্বাহী কমিটির সর্বোচ্চ সদস্যসংখ্যা হবে ৫১। কমিটির বাইরে অনির্দিষ্টসংখ্যক সাধারণ সদস্য থাকতে পারবে।

৫. কমিটিতে অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করাকে আমরা উৎসাহিত করব।

৬. কমিটির কোনো সদস্য একই পদে দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

৭. কার্যনির্বাহী কমিটিকে প্রতি মাসে অন্তত একটি সভা করতে হবে। সভার আলোচনা ও সিদ্ধান্ত লিপিবদ্ধ করতে হবে।

৮. সঙ্গত কারণ ছাড়া কেউ তিন মাস অনুপস্থিত থাকলে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য থাকতে পারবেন না।

৯. দুই বছরের মেয়াদ শেষে অদম্য বাংলাদেশ-এর সদস্যদের নিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।

১০. নতুন কার্যনির্বাহী কমিটির অন্তত এক-তৃতীয়াংশ পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে।

১১. প্রতিদিনের বাংলাদেশের জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যুরোপ্রধান, নিজস্ব প্রতিবেদক বা জেলা প্রতিনিধি, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যথাক্রমে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় অদম্য বাংলাদেশ-এর কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি-উপদেষ্টা হিসেবে প্রতিদিনের বাংলাদেশ ও অদম্য বাংলাদেশ-এর সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন। যেসব স্থানে প্রতিনিধি নেই, সেসব স্থানে কেন্দ্রের পরামর্শে সংগঠন পরিচালিত হবে।

১২. জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যুরোপ্রধান, নিজস্ব প্রতিবেদক অথবা জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধির সুপারিশ ও তত্ত্বাবধানে স্থানীয় কলেজে কমিটি গঠন করা যাবে। ব্যুরোপ্রধান, নিজস্ব প্রতিবেদক বা জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি সেই সংগঠনের প্রতিনিধি- উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

১৩. পত্রিকার প্রতিনিধি ছাড়া আরও সর্বোচ্চ সাতজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কমিটির উপদেষ্টা হতে পারবেন।

সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা-অযোগ্যতা

১. প্রতিদিনের বাংলাদেশের পাঠক ও শুভাকাঙ্ক্ষী সংগঠনের সদস্য হতে পারবেন।

২. অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কেউ সংগঠনের সদস্য হতে পারবেন না।

৩. সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত কেউ সংগঠনের সদস্য হতে পারবেন না।

৪. রাজনৈতিক দলের কোনো পর্যায়ের নেতা সংগঠনের সদস্য হতে পারবেন না।

তহবিল ও ব্যয় নির্বাহ

১. সংগঠনের সাধারণ ব্যয় অদম্য বাংলাদেশ-এর সদস্যদের দেওয়া ন্যূনতম মাসিক চাঁদার ভিত্তিতে নির্বাহ করা হবে।

২. বিশেষ ব্যয় নির্বাহ করার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান নেওয়া যাবে। তবে তার বিনিময়ে রসিদ দিতে হবে।

৩. অনুদানের পরিমাণ ১০ হাজার টাকার বেশি হলে তা কেন্দ্রীয় নীতিনির্ধারক কমিটিকে জানাতে হবে।

৪. সংগঠনের কোনো কর্মসূচিতে কোনো প্রতিষ্ঠান সহায়তা করতে বা যুক্ত হতে চাইলে তা বিভাগীয় সম্পাদককে জানাতে হবে।

সংগঠনের সদস্যরা যা করবেন 

সংগঠনের সদস্যরা প্রয়োজন ও সময় উপযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। নিচে কিছু নমুনা দেওয়া হলো—

১. নদীরক্ষা; পরিবেশরক্ষা; বন্যার্ত, শীতার্ত, দুর্গত মানুষকে সহায়তা ইত্যাদি সামাজিক ও সেবামূলক কাজ পরিচালনা করবেন।

২. বই পড়া, বিতর্ক, সাধারণ জ্ঞান, সেমিনার ইত্যাদি শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

৩. লেখালেখি, আবৃত্তি, সংগীত, নাটক, নৃত্য, ছবি আঁকা, তথ্যপ্রযুক্তি, চলচ্চিত্র ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবেন।

৪. নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, নারী দিবস, পরিবেশ দিবস ইত্যাদি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করবেন।

সদস্যরা যা করতে পারবেন না

কমিটিকে না জানিয়ে সংগঠনের কোনো সদস্য কোনো অনুদান দিতে পারবেন না। পত্রিকার ঘোষিত নীতির বিরুদ্ধে যায় বা এর সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ সংগঠন করতে পারবে না। সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো কাজ করতে পারবে না। কোনো ধর্মীয় সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর অনুভূতিতে আঘাত লাগে, এমন কোনো কাজ সংগঠন করতে পারবে না। সংগঠনকে কোনো সদস্য ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে পারবেন না।

আমাদের প্রত্যাশা— সংগঠনের নীতি-আদর্শ নিয়ে যে সদস্য নিজেদের গড়ে তুলবেন, তারা সমাজ তথা রাষ্ট্রের একজন আদর্শ হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হবেন। তাদের সৃজনশক্তিতে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা