জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেন সবুজ নিসর্গ। শীতের হিমেল হাওয়ায় আরও সুন্দর হয়ে উঠেছে ক্যাম্পাস। এমনই সিগ্ধ, সুন্দর শীতল বিকালে একঝাঁক অদম্য তরুণকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। অদম্য বাংলাদেশ-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইউনিট গঠন ছিল যার উদ্দেশ্য। মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা এই চার মূলমন্ত্র নিয়ে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ। সেই লক্ষ্যে জাবি শিক্ষার্থীদের সঙ্গে বুধবার (১১ জানুয়ারি) বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমন রুমে চলে মতবিনিময়।
আব্দুল মান্নানের সঞ্চালনায় একঝাঁক তরুণ শিক্ষার্থীর সঙ্গে সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিদিনের বাংলাদেশ-এর সহসম্পাদক ও ‘অদম্য বাংলাদেশ’-এর বিভাগীয় প্রধান দেবাশীষ বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, ‘দেশীয় সাহিত্য ও সংস্কৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। তরুণ শিক্ষার্থীদের সাহিত্যমনা করতে এবং লেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অদম্য বাংলাদেশ। তরুণ শিক্ষার্থীরাই পারে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে। অদম্য বাংলাদেশ তাদের এ যাত্রাকে করে তুলবে সহজ।’
তিনি আরও বলেন, ‘অদম্য বাংলাদেশ কাজ করে মানুষের কল্যাণে। মানবতার সেবায় নেতৃত্ব দিতে আপনাদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমবেত হয়েছিল এ সভায়। সংগঠন নিয়ে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করে সবাই। এ ছাড়া চলে নানা কর্ম-পরিকল্পনার কথা। নিপীড়িত মানুষের কল্যাণে অদম্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় অদম্য তরুণরা। এ ছাড়া সংগঠনটির প্রচার ও সম্প্রসারণেও তারা কার্যকর ভূমিকা রাখবে।
দেশীয় সাহিত্য ও সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। সাহিত্যমনা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করতে বদ্ধপরিকর অদম্য বাংলাদেশ। এ ছাড়া বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তরুণদের পথ দেখাবে সংগঠনটি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.