× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধাবঞ্চিতদের জন্য ভালোবাসা

অন্তিক চক্রবর্তী

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৩ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৯ এএম

নদীভাঙনের কবলে পরা উদ্বাস্তু দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কক্সবাজার ইউনিটের কম্বল বিতরণ

নদীভাঙনের কবলে পরা উদ্বাস্তু দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কক্সবাজার ইউনিটের কম্বল বিতরণ

‘নদী ভাঙনের কবলে পড়ে উদ্বাস্তু আমরা। ঝাউবাগানে আশ্রয় নিয়ে কোনোরকমে চলে জীবন। সংসারের খরচ চালানোর পর পরিবারের জন্য কিছুই কিনতে পারি না। আপনাদের দেওয়া কম্বলটি যত্নে রেখে দেব।’ ভালোবাসার উপহার কম্বল পেয়ে এমন অনুভূতি প্রকাশ করেন ষাটোর্ধ্ব কুলসুম আকতার।

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা সরণির দক্ষিণে অবস্থিত ঝাউবাগানে ভাসমান পল্লী। যেখানে বসবাস করে ৩০টির অধিক পরিবার। ঝাউবাগানের গাছের ফাঁকে ফাঁকে ঝুপড়িঘর। মাছ আহরণ করে কিংবা সবজি ক্ষেতে দিনমজুরি করে চলে তাদের সংসার। এসব সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালোবাসার উপহার কম্বল বিতরণ করা হয়।

১৪ ফেব্রুয়ারি বিকালে সমুদ্রসৈকতের ঝাউবাগানে বসবাসরত এসব পরিবারের কাছে কম্বল পৌঁছে দেয় অদম্য বাংলাদেশ কক্সবাজার জেলা ইউনিট। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার ইউনিটের আহ্বায়ক আসিফ নূর, যুগ্ম আহ্বায়ক আলম তৌহিদ, তৌহিদুল ইসলাম ও সদস্য ওমর ফারুক হিরু। আরও উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার নুপা আলম।

কম্বল পেয়ে শ্রমজীবী বৃদ্ধ আবদুল গফুর বলেন, ‘পরিবার নিয়া কষ্টে দিন কাটে শীতের সময়। বাতাসে খুব বেশি ঠান্ডা লাগে, কাজ করা যায় না। উপহারের কম্বল খুবই উপকার করল।’

আহ্বায়ক আসিফ নূর বলেন, ‘মানবিক এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে অদম্য বাংলাদেশ। সুবিধাবঞ্চিতদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করব। এ কাজে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা