× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনম্র শ্রদ্ধায় একুশ পালন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম

বিনম্র শ্রদ্ধায় একুশ পালন

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মত্যাগের অনন্য নজির স্থাপন করেন এ দেশের দামাল ছেলেরা। দেশজুড়ে অদম্যরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায়। 

সিলেট

একুশ মানেই বাঙালির আবেগ ও প্রেরণার দিন। বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন রফিক, শফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেক বাংলার দামাল ছেলে। যাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলায় গান গাই, বাংলায় কথা বলি। যাদের আত্মত্যাগে বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট ইউনিট। 

গত মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট ইউনিটের সদস্যরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সিলেট ব্যুরোপ্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার কাওসার আহমেদ, অদম্য বাংলাদেশ সদস্য সুজিত দাশ, সজীব চৌধুরী, প্রহর দাস পার্থ, জয় দাশ, সুলতান আহমদ প্রমুখ।

ময়মনসিংহ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ময়মনসিংহে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে অদম্য বাংলাদেশ ময়মনসিংহ ইউনিট। সকাল ৭টা ৩০ মিনিটে র‌্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য সচিব উৎসব সিং সাগর, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো চিফ মীর গোলাম মোস্তফাসহ ইউনিটের অন্যান্য সদস্য। 

কিশোরগঞ্জ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ ইউনিটের সদস্যরা গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারে মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করেন। আলোচনা সভা, কবিতা পাঠ ও পথশিশুদের সকালের নাশতা পরিবেশনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা দিবসটি পালন করে। 

স্থানীয় একটি হোটেলে আহ্বায়ক বাদল রহমানের সভাপতিত্বে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে আলোচনা করেন প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চল ব্যুরোপ্রধান সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সদস্য সচিব আসলামুল হক আসলাম, যুগ্ম আহ্বায়ক বদরুল হুদা সোহেল, রেহেনা পারভীন আইরিন, শিক্ষক ফৌজিয়া জলিল ন্যান্সি, সংস্কৃতিকর্মী দেবাশীষ ভৌমিক দেবেশ, নৃত্যশিল্পী ধনেষ পণ্ডিত প্রমুখ।

কবিতা পাঠ করেন- পপি হক, রেহানা, মাহফুজা সুলতানা রোমা। দেশাত্মবোধক গান পরিবেশন করেন- জহিরুল ইসলাম, মনিরা আজম ইতি, সাব্বির আহম্মেদ, হিমেল, নির্জন প্রমুখ। 

বগুড়া

অমর একুশের স্মরণে বগুড়ায় মঙ্গলবার সকালে প্রভাতফেরি করেন অদম্যরা। শহীদ খোকন পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন অদম্যরা। আলোচনা সভায় অংশগ্রহণ করেন- আহ্বায়ক বায়োজিদ শেখ, যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান সোহাগ, অসীম কুমার কৌশিক, সদস্য অ্যাডভোকেট প্রিন্স মাহমুদ, শুভ বর্মণ, শয়ন কুমার, সুস্ময় সরকার, স্টাফ রিপোর্টার অরূপ রতন শীল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির প্রেরণার উৎস। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন আমাদের অদম্য ভাষাসৈনিকরা। সেই ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।

মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে অদম্যরা শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক মেহেদী মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, কার্যকরী সদস্য রবিউল হাসান, বোরহান উদ্দিন, আব্দুল মান্নান প্রমুখ।

রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অদম্যরা ভাষাশহীদদের বিনম্র চিত্তে স্মরণ করেছে। সকাল ৭টায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে আব্দুল হক সুপার মার্কেটে অবস্থিত সংগঠনের কার্যালয়ে ভাষাশহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন- আহ্বায়ক মনজুর হোসেন ভূঁইয়া, সদস্য সচিব সুমন মজুমদার, প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- সদস্য সুন্দর আলী দেওয়ান, মাসুদ মোল্লা, কবি সাইদুর রহমান, আসাদ আল মুনসুর, হানিফ ভূঁইয়া, ইসলাম পাঠান, শাহেলা ইসলাম, সাজেদা খাতুন প্রমুখ।  

তিতুমীর কলেজ

মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে ও মায়ের ভাষায় কথা বলার সংকোচ দূর করতে রাষ্ট্রভাষা বাংলা অর্জনের ইতিহাস তুলে ধরেছে তিতুমীর কলেজ ইউনিটের সদস্যরা। ২৩ ফেব্রুয়ারি কলেজের শহীদ বরকত মিলনায়তনের তিতুমীর কলেজ ইউনিটের উদ্যোগে ‘মাতৃভাষা বাংলা অর্জনের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে ভাষা আন্দোলনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক শাহীনা নদীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব সাজেদুল ইসলাম শুভ। 

সোনারগাঁ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অদম্যরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। উপজেলার আমিনপুর মাঠে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় অংশগ্রহণ করে তারা। সভায় আহ্বায়ক আজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রুনা আক্তার ও সাবিকুন নাহার মিতু, আমিনুল ইসলাম, মো. কাওছার, মো. জাহিদুল হক বাধন, ওমর ফারুক, আমিনুল ইসলাম আমিন, আমেনা আক্তার ইতি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা