রক্ত দিয়ে লাল করেছি সাগর-নদী-খাল,
মনের মাঝে অগাধ সাহস সেটাই ছিল ঢাল।
পশ্চিমারা করেছে শাসন-শোষণ
তাই বাঙালির ভিন্ন পোষণ
দেশের বেজায় হাল-
স্বাধীনতার জন্য সবাই ছেড়ে মায়াজাল!
সাতই মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক,
মিত্ররূপী পাকবাহিনীর থমকে গেল বাক।
নারী-পুরুষ নির্বিশেষে
মুক্তি পেতে যোদ্ধা বেশে
বাজায় যুদ্ধ ঢাক-
বাঙালিদের মূর্তি দেখে কাঁপে শত্রু পাক!
স্বাধীনতার স্বপ্ন সবার বুকে পেয়েছিল ঠাঁই,
যেভাবে হোক পূর্ব বাঙলার স্বাধীনতা চাই।
বইছে ক’মাস রক্তধারা
লক্ষ নারীর সম্ভ্রমহারা
দেশটা পুড়ে ছাই-
ন’মাস যেতে শত্রুমুক্ত দেশকে ফিরে পাই!
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.