× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ার অদম্যদের ইফতার

অসীম কুমার কৌশিক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১১:৩৮ এএম

অতিথিদের সঙ্গে নিয়ে বগুড়ার অদম্যদের ইফতার

অতিথিদের সঙ্গে নিয়ে বগুড়ার অদম্যদের ইফতার

চলছে রমজান মাস। মাসব্যাপী রোজা পালন করাসহ নানান দিক থেকেই মাসটি গুরুত্বপূর্ণ। কিন্তু কড়া রোদ বাড়িয়ে দিয়েছে ক্লান্তি। এরই মধ্যে সিদ্ধান্ত হয় অদম্য বাংলাদেশ-এর বগুড়া ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর আবারও সবার দেখা হবে। এ কথা মনে হতেই তপ্ত রোদেও যেন হিমেল হাওয়ার প্রশান্তি। 

১৪ এপ্রিল একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মেহেরুন নেছা ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বামমা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, প্রতিদিনের বাংলাদেশের বগুড়া ব্যুরোপ্রধান মোহন আখন্দ, স্টাফ রিপোর্টার অরূপ রতন শীল, ফরহাদুজ্জামান শাহী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। 

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার কৌশিক, সদস্য জাকির আরেফিন শুভ, টমাস, শুভ বর্মণ, শয়ন, শুভ, জয় সরকার, সুস্ময়, সবুজ, জয় দাস, আকাশ, আমিনুর, সমীর, সুদেব, যুধিষ্ঠি, পলি, সাদিকা, শানু, লিয়া, নাঈম ও মিজান।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয় ইফতার ও দোয়া মাহফিলে। সভাপতি বায়েজিদ শেখ অদম্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ও পড়ালেখার খোঁজখবর নেন। ঈদের পর নতুন কমিটির পরিচিতি সভার প্রস্তাব করেন। সবাই তাতে সম্মতি জানান। তিনি বলেন, বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সৃজনশীল ও প্রতিযোগিতামূলক নানা উদ্যোগ গ্রহণ করা হবে। এ কাজে সবাইকে প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা