× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

আসলামুল হক আসলাম

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৪:৪৫ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৫:০০ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জে ২০০ সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় কোরবানির মাংস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জে ২০০ সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় কোরবানির মাংস

‘জিনিসপত্রের দাম বাড়ছে, খুব কষ্টে আছি। ছেলেমেয়েদের তিন বেলা খাওন দিতে পারি না। কতদিন ধরে গরুর মাংস খাই না তা আল্লাই জানে। আজ তিন সের গরুর মাংস পাইছি। আল্লাহ দিলে ছেলেমেয়েদের নিয়ে পেটভরে গরুর মাংস দিয়া ভাত খাইবাম। যাদের উসিলায় এই কোরবানির মাংস পাইছি, আল্লাহ তাদের ভালা কইরো।’ হোসেনপুর উপজেলার ধনকুঁড়া গ্রামের ৪৫ বছর বয়সের শাহেদ মিয়া কোরবানির মাংস পেয়ে খুশিতে আত্মহারা হয়ে এভাবে আনন্দ প্রকাশ করেন।

জাড়াপুকুর পাড়ের ৪২ বছর বয়সি নূরজাহান বেগম বলেন, ‘কোরবানি কারে কয় হেইডা ভুইল্লা গেছিলাম। এত দামের বাজারে অভাবে থাইক্যা থাইক্যা মাংসের কথা চিন্তা করি নাই। আইজ গোস্ত পাইয়া ঈদের খুশি টের পাইতাছি। যারা এইতা দিছে আল্লা হেরার আয়ু বাড়াইয়া দিক।’

সদর উপজেলার চং শোলাকিয়ার মনোয়ারা, জসিম উদ্দিন, নেছার উদ্দিন, জাকির হোসেন, বিলকিস বানুসহ শতাধিক নারী-পুরুষ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আইজ মনে অইতাছে আমরারও কোরবানির ঈদ আছে। এইবার পোলাপাইন লইয়া গরুর গোস্ত দিয়া ভাত খাইতে পারবাম।’

৩০ জুন শুক্রবার স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলমাঠে আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ২০০ সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষের মাঝে পৌনে তিন কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। আহ্বায়ক বাদল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় প্রধান সাইফুল হক মোল্লা দুলু।

সুবিধাবঞ্চিত মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদসহ অন্যান্য অতিথিরা। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘সেদিন খুব বেশি দূরে নয়, যখন এ দেশে সাহায্য বা প্রণোদনা নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ প্রকৃত অর্থেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশ-এর মানবিক কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। সেই চলার পথে আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশ মানবতার পক্ষে যেভাবে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। এরকম মানবিক কাজ ভবিষ্যতে চলমান থাকবে বলে আশা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে তা দরিদ্র জনগোষ্ঠীর জন্য খুবই সহায়ক। এ ধরনের কার্যক্রমকে আমি অভিনন্দন জানাই।’

লেখক ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক প্রজন্ম গড়ে তোলার ব্রত নিয়ে অদম্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আল-খায়ের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে মানবিক ও সামাজিক কাজে অদম্য বাংলাদেশ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।’

সভাপতির বক্তব্যে বাদল রহমান বলেন, আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ একসঙ্গে মানবিক কাজ করে যাচ্ছে। আগামীতেও সব ভালো কাজে আমরা মানুষের পাশে থাকতে চাই। এমন কাজে সবার সহযোগিতা কামনা করছি।’

কোরবানির মাংস বিতরণ কার্যক্রম সহযোগিতায় ছিলেন অদম্য জহিরুল ইসলাম, তাবাসসুম এনাম বর্ষা, ওমর ফারুক, তানিয়া, রুমা, তাইফা, লিয়া প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা