× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ হাজার পরিবার নিয়ে অন্যরকম ঈদ

অদম্য বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৩:৫২ পিএম

কোরবানির মাংস পেয়ে খুশি নওগাঁর সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা

কোরবানির মাংস পেয়ে খুশি নওগাঁর সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা

গত বছর কোরবানিতে মাংস খেয়েছিল। বছর ঘুরে আবার ঈদ এলেও সামর্থ্য হয়নি একবেলা মাংস-ভাত খাওয়ার। এমন ২০ হাজার পরিবারের জন্য ভিন্ন মাত্রা নিয়ে এসেছিল আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশের যৌথ উদ্যোগ- সবার জন্য ঈদের খুশি কার্যক্রম। 

‘জিনিসপত্রের দাম বাড়ছে, খুব কষ্টে আছি। ছেলেমেয়েদের তিন বেলা খাওন দিতে পারি না। কতদিন ধরে গরুর মাংস খাই না তা আল্লাই জানে। আজ তিন সের গরুর মাংস পাইছি। আল্লাহ দিলে ছেলেমেয়েদের নিয়ে পেটভরে গরুর মাংস দিয়া ভাত খাইবাম। যাদের উছিলায় এই কোরবানির মাংস পাইছি, আল্লাহ তাদের ভালা কইরো।’ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধনকুঁড়া গ্রামের ৪৫ বছর বয়সের শাহেদ মিয়া কোরবানির মাংস পেয়ে খুশিতে আত্মহারা হয়ে এভাবে আনন্দ প্রকাশ করেন।

কোরবানির মাংস নিতে আসা হাট-নওগাঁ ফকিরপাড়া মহল্লার বাসিন্দা বিধবা সমীরণ বেওয়া বলেন, ‘১০ বছর আগে স্বামী মারা গেছে। সংসারে অভাবের জন্য গোশত কিনে খাওয়া হয়নি। আজকে যে গোশত পেলাম তা দিয়ে প্রাণভরে ভাত খাব। দোয়া করি আল্লার তোমগো ভালো করুক।’ 

এ উদ্যোগ উপলক্ষে আগত অতিথিরা বলেন, সেদিন খুব বেশি দূরে নয়, যখন এ দেশে সাহায্য বা প্রণোদনা নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশ অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করছে। তাদের মহতী কার্যক্রমকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের কাজের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। 

আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশের  এ আয়োজন দেশের ২৪ জেলার ৩৪ স্থানের  ২০ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ছড়িয়ে দেয় ঈদের আনন্দ।

সিলেট

২৯ জুন বিকাল ৫টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিসর্গবিলাসে ১৮০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি। বিশেষ অতিথি ছিলেন নিসর্গী মহসিনুর রহমান, ব্যবসায়ী সাজিদুর রহমান ও আবিদুর রহমান প্রমুখ। এছাড়াও সিলেটের কানাইঘাট, বিশ্বনাথ ও জকিগঞ্জে আরও ২২০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ

৩০ জুন শুক্রবার স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলমাঠে আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ২০০ সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষের মাঝে পৌনে তিন কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। অদম্য বাংলাদেশ-এর আহ্বায়ক বাদল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় প্রধান সাইফুল হক মোল্লা দুলু। কোরবানির মাংস বিতরণ কার্যক্রম সহযোগিতায় ছিলেন অদম্য জহিরুল ইসলাম, তাবাসসুম এনাম বর্ষা, ওমর ফারুক, তানিয়া, রুমা, তাইফা, লিয়া প্রমুখ। 

মিঠামইন 

২৯ জুন  ঈদের দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে কোরবানীর মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক। আয়োজনে আরও উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব। এখান থেকে মিঠামইন, ইটনা ও অষ্ট্রগ্রাম উপজেলার মোট ৮০০ সুবিধাবঞ্চিত পরিবারে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। এছাড়া ভৈরবের ১৬০ পরিবারে কোরবানির মাংস বিতরণ করা হয়।

কুষ্টিয়া 

২৯ জুন বিকাল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামপুর আশ্রয়ণ প্রকল্পে ২৫০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরোয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর ১৪ আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব, এমপিপুত্র শাইখ আল জাহান শুভ্র, স্বেচ্ছাসেবক নেতা মুর্তজা আলম ফিরোজ। 

নওগাঁ

৩০ জুন শুক্রবার নওগাঁ শহরের হাট-নওগাঁ ঈদগাহ মাঠে ২০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। অদম্য বাংলাদেশ নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক গুলশান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খাঁন পিটু, ঈদগা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, প্রতিদিনের বাংলাদেশের নওগাঁ প্রতিবেদক এমআর ইসলাম রতন ও সান্তাহার প্রতিবেদক জিআর এম শাহজাহান, অদম্য বাংলাদেশ-এর যুগ্ম আহ্বায়ক মামুন হাসান নয়ন ও সেতু ইসলাম, অদম্য মাহাবুব আলম সাজু, রাশিদ আনজুম তন্ময়, নেওয়াজ মো. নয়ন, আশিক আহমেদ, নাইমুল ইসলাম সৌরভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ আল রাফি সরোজ। 

সাতক্ষীরা

২৯ জুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে ১৮০ ও তালায় ২০০  পরিবারে কোরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার মনজুরুল আলম।

ঝালকাঠি

২৯ জুন দুপুর ১টায় ঝালকাঠি শহরের আওরাবুনিয়া বোর্ড স.প্রা. বিদ্যালয়, চৌদ্দবোয়ালিয়া এবতেদায়ী মাদ্রাসা ও জাঙ্গালিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে ২৮০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু শিকদার। 

কুড়িগ্রাম 

৩০ জুন শুক্রবার দুপুর ৩ ঘটিকায় কুড়িগ্রাম শহরের টাপুরচর স্কুলমাঠ প্রাঙ্গণে ১৬০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয় কোরবানির মাংস। টাপুরচর প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী। 

হবিগঞ্জ

৩০ জুন শুক্রবার হবিগঞ্জ শহরের বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের শাহজালালপুর বাজারে ২৫০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মো. আবু তাহের, স্থানীয় মেম্বার কামরুল ইসলাম, শাহজালালপুর বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান, তরুণ সমাজ সেবক আমিরুল ইসলাম চৌধুরী, আলমপানা চৌধুরী মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাকারিয়া চৌধুরী। 

মাগুরা 

৩০ জুন শুক্রবার বিকাল ৩টায় মাগুরা শহরের মোল্লাপাড়া নামক স্থানে ২৪০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদরের ইউএনও (সিএটু) মো. আলমগীর কবির, পৌরসভা প্যানেল মেয়র মো. মকবুল হাসান মাকুল। 

সুনামগঞ্জ 

২৯ জুন বিকাল ৫টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাটি জামালগড় নামক স্থানে ২০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিল্লাল আমিন। এছাড়াও জগন্নাথপুর ‍উপজেলায় ৮০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। 

মাদারীপুর

২৯ জুন বিকাল ৩টায় মাদারীপুরের লক্ষ্মীপুর পখিরা স. প্রা. বিদ্যালয়ে ৩৬০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা সাবিনা বেগম, পৌরসভার কাউন্সিলর তারিকুজ্জামান। 

ভোলা

২৯ জুন ভোলা সদরের ইলিশার রারীবাড়ি প্রাঙ্গণে ১৯০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। অতিথি ছিলেন তেজগাঁও (ঢাকা) রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. জামাল হোসেন, ২ নং ইলিশা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, বায়তুল নুর জামে মসজিদের সভাপতি শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রাজীব কাজী।

এছাড়াও ঢাকা, বগুড়ার নন্দীগ্রাম, ময়মনসিংহের ভালুকা ও নান্দাইল, সিরাজগঞ্জ,  টাঙ্গাইলের বাসাইল, রাজবাড়ী, পিরোজপুরের নাজিরপুর, মৌলভীবাজারের কুলাউড়া, মাদারীপুরের কালকিনি, পটুয়াখালী, ফেনী, নরসিংদী, চট্টগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পসহ সারাদেশে মোট ২০ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা