× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাদল রহমান মৃত্যুরহস্য

কিশোরগঞ্জে মানববন্ধন

আসলামুল হক আসলাম

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৯:৩১ পিএম

অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জের আহ্বায়ক বাদল রহমানের মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জের আহ্বায়ক বাদল রহমানের মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

গতকাল মঙ্গলবার অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ ইউনিটের আহ্বায়ক বাদল রহমানের মৃত্যুরহস্য উন্মোচনের দাবিতে শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ইউনিট, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিট ও সরকারি মহিলা কলেজ ইউনিটসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বাদল রহমানের অকাল মৃত্যুকে রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ দাবি করে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূলরহস্য উদঘাটনের দাবি জানানো হয়। তার মৃত্যু হত্যাকাণ্ড বলে সন্দেহ করে এর সঙ্গে জড়িত সব দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তোলা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন বিএমএ কিশোরগঞ্জ জেলার সভাপতি ডা. দীন মোহাম্মদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, উদীচী কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভূঁইয়া, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল ও প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু। 

ডা. দীন মোহাম্মদ বলেন, ‘বাদল রহমান একজন ভালো মানুষ ছিলেন। সাধারণ মানুষের জন্য তিনি অনেক সেবামূলক কাজ করেছেন। বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজে সব সময় তার অংশগ্রহণ ছিল। তার মতো মানুষের এরকম অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা সন্দেহ করছি, এই মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য উন্মোচনের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।’

অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী বলেন, বাদলের মতো এমন সাদা মনের মানুষের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। সে সমাজের উপকার ছাড়া কখনও অপকার করেনি। তার মৃত্যুরহস্য উন্মোচন করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

ফিরোজ উদ্দীন ভূঁইয়া বলেন, ‘বাদল রহমানের কারণে কিশোরগঞ্জের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে পৃষ্ঠপোষকতার এক বহুগামী প্রবণতা ছড়িয়ে গিয়েছিল। তার সহায়তায় আমরা শহরে অনেক অনুষ্ঠান করেছি। আজ সেই মানুষটি নেই ভাবতে কষ্ট হয়। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করি।’ 

ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান বলেন, ‘বাদল রহমানের সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। তার মতো বন্ধুপরায়ণ ও উদার মনের মানুষ সমাজে খুব একটা হয় না। তাকে হত্যা করা হয়েছে বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু যেভাবে তার লাশ উদ্ধার করা হয়েছে তা দেখে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারি না। নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তার মৃত্যুর প্রকৃত ঘটনা উন্মোচন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

সাইফুল হক মোল্লা দুলু বলেন, ‘বাদল আমার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন। অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক দায়িত্ব নেওয়ার পর সংগঠনের কর্মকাণ্ড অনেক বেড়ে গিয়েছিল। তার এই অকালপ্রয়াণ সমগ্র কিশোরগঞ্জকে ক্ষতিগ্রস্ত করেছে। তার মৃত্যুরহস্য উন্মোচনের দাবি জানাই।’ 

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, সহকারি অধ্যাপক সামিউল হক মোল্লা, সাংবাদিক আশরাফুল ইসলাম, বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীলণ, মো. তাহরাজউদ্দিন মহসীন, তাসনোভা এনাম বর্ষা, আরডি রুবেল, রনক জাহান লাবন্য, তাহমিনা আক্তার জান্নাত প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা