প্রবা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৪:২৬ পিএম
quran er
bani (03.08.2023)
আল কুরআনের বাণী
আল্লাহ! তিনি
ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবন্ত/চিরঞ্জীব, শাশ্বত! না তন্দ্রা তাঁকে স্পর্শ
করে, না নিদ্রা! নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তাঁর। কে আছে এমন, যে তাঁর অনুমতি
ব্যতীত তাঁর কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন যা আছে দৃষ্টির সামনে এবং দৃষ্টির
অন্তরালে, অথচ তাঁর জ্ঞানের কিছুই তারা তাদের জ্ঞানের পরিসীমার মধ্যে আনতে সক্ষম নয়,
তাঁর ইচ্ছে ব্যতীত। তাঁর আসন নভোমণ্ডল ও ভূমণ্ডলকে অন্তর্ভুক্ত করে রেখেছে এবং সেগুলোকে
ধারণ করে রাখতে তাঁকে কখনই ক্লান্তি স্পর্শ করে না। তিনি প্রেরণা সৃষ্টিকারী, মহান।
সুরা আল বাকারা,
২৫৫
আল হাদিস থেকে
হজরত আদি ইবনে
উমাইরা আল-কিন্দি (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.) কে বলতে শুনেছি।
আমরা তোমাদের মধ্যে যাকে তহশিলদার নিযুক্ত করি, আর সে একটি সুচ পরিমাণ বা তার চেয়েও
স্বল্প মাল আমাদের কাছে গোপন করে, তাই আত্মসাৎ বলে গণ্য হবে এবং তা নিয়েই কিয়ামতের
দিন সে হাজির হবে। রাবি বলেন, তখন একজন কৃষ্ণকায় আনসারি (সাহাবি) তাঁর দিকে অগ্রসর
হলেন আমি যেন তাঁকে দেখতে পাচ্ছি। তিনি আরজ করেন, হে আল্লাহর রাসুল! আপনার দায়িত্বভার
আপনি বুঝে নিন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমার কী হয়েছে? তিনি আরজ করলেন, আমি আপনাকে
এরূপ এরূপ (কঠিন ভাষা) বলতে শুনেছি। তখন তিনি বলেন, আমি এখনও বলছি, তোমাদের মধ্যকার
যাকেই আমি কর্মচারী নিয়োগ করি আর সে অল্প বিস্তর যা-ই উসুল করে এনে হাজির করে, তারপর
তাকে যা-ই দেওয়া হয় তা-ই গ্রহণ করে এবং যা থেকে বারণ করা হয় তা থেকে বিরত থাকে (তার
জন্য ভয়ের কারণ নেই)।
হাদিস ৪৬১০
-সহিহ মুসলিম
শরিফ থেকে