প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:৫৮ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২০:০৭ পিএম
বল, কে তোমাদের জীবনোপকরণ দান করে আসমান ও জমিন থেকে, কিংবা তোমরা যা শোন ও দেখ প্রকৃতপক্ষে কে তা শোনে ও দেখে? কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনে কিংবা কে মৃতকে জীবিত করে? কে সব কর্মকাণ্ড পরিচালনা ও ব্যবস্থাপনা করে? তারা বলবে, আল্লাহ! এরপর বল, ‘তবে কি তোমরা (তাঁর প্রতি) তোমাদের কর্তব্য পালন করবে না? (সুরা ইউনুস, আয়াত ৩১)
আল হাদিস থেকে
হজরত ইসহাকের চাচা আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসুলুল্লাহ (স.) এর সঙ্গে মসজিদে নববীতে বসেছিলাম। এ সময় হঠাৎ এক বেদুঈন এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল। তা দেখে রাসুলুল্লাহ (স.) এর সাহাবি থাম থাম বলে তাকে প্রস্রাব করতে বাধা দিলেন। আনাস (রা.) বলেন, তখন রাসুলুল্লাহ (স.) বলেন, তোমরা তাকে বাধা দিও না, বরং তাকে ছেড়ে দাও। লোকেরা তাকে ছেড়ে দিল, সে প্রস্রাব সেরে নিল। তখন রাসুলুল্লাহ (স.) তাকে কাছে ডেকে বলেন, এ হলো মসজিদ। এখানে প্রস্রাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা যায় না। বরং এ হলো আল্লাহর জিকির করা, নামাজ পড়া এবং কুরআন পাঠ করার স্থান। অথবা রাসুলুল্লাহ (স.) কথাটা যেভাবে বলেছেন তাই আনাস (রা.) বলেন, এরপর নবী করিম (সা.) সবার মধ্য থেকে এক ব্যক্তিকে এক বালতি পানি আনতে আদেশ করলেন। সে এক বালতি পানি আনলে তিনি তা প্রস্রাবের ওপর ঢেলে দিলেন। (হাদিস নং ৫৫৪, সহিহ মুসলিম শরিফ)