বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সংস্কৃতি সেবীদের মিলন মেলা’ অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো
বাঙালি ঐতিহ্যের যে হাজার বছরের ধারা চলে এসেছে, আবহমানকালের সেই সমৃদ্ধ ধারাকে ধারণ করে শিল্পীরা দেশের বিভিন্ন মাধ্যমকে সমৃদ্ধ করে চলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটিও দেশের ঐতিহ্য, কৃষ্টি কালচার ও সুস্থ সংস্কৃতি চর্চা করে আসছে।
সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সংস্কৃতি সেবীদের মিলন মেলা’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সংস্কৃতি অঙ্গনের সব গুণীজনদের মিলন মেলা আজ। তাই আমরা অনুষ্ঠানের নামকরণও সেভাবেই করেছি। আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি একটি দারুণ ও বর্ণাঢ্য অনুষ্ঠান উপহার দিয়েছে। প্রতি বছরই আমরা এমন অনুষ্ঠান আয়োজন করতে পারব।’
অসীম কুমার উকিল বলেন, ‘সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতি চর্চা একদিন সব অপশক্তিকে রুখে দেবে। এই পৃথিবী হয়ে উঠবে মানুষের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চয়ই সেই স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারব।’
আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির পক্ষে বক্তব্য রাখেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পদক নিপুন আক্তার। বলেন, ‘আজকের মতো একটি সুন্দর অনুষ্ঠান বিএফডিসিতে করার জন্য আমি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে অনুরোধ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সত্য সুন্দর সংস্কৃতি চর্চায় বিশ্বাসী।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী শাহিন সামাদ ও তিমির নন্দী। এ ছাড়া, আরও সংগীত পরিবেশন করেন ফকির শাহাবুদ্দিন, অরুপ রতন চৌধুরী ও আলম দেওয়ান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়, নাট্য ও চলচ্চিত্র অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তফা। দেশের সংস্কৃতি ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্ব ছাড়াও থিয়েটার, টেলিভিশন নাট্যঙ্গনের কয়েকশ শিল্পী কলাকৌশলী উপস্থিত ছিলেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.