টেকনাফে শুরু হয়েছে ১০০ নদীর আলোকচিত্র প্রদর্শনী। প্রবা ফটো
ফটো সাংবাদিক কাকলী প্রধানের তোলা ছবি নিয়ে টেকনাফের দমদমিয়া নৌবন্দরে তিন দিনব্যাপী ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। যা আগামী রবিবার পর্যন্ত চলবে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শিশুদের সংগঠন ‘ইকরিমিকরি’-এর উদ্যোগে ও বিআইডব্লিটিএ’-এর সহযোগিতায় ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ শিরোনামের এ প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
তিনি বলেন, ’নদীর প্রবাহ বন্ধ হলে জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ সবই হুমকির মুখে পড়বে। বন্ধ হয়ে যাবে অর্থনীতির চাকা। তাই সময় থাকতে নদীকে বাঁচাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ আরও কঠোর হবে।’
তিনি বলেন, ’নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআইডব্লিটিএ নদী রক্ষায় শুধু নজরদারি বা আইন প্রয়োগ করেই দায়িত্ব শেষ করছে না, জনসচেতনতা তৈরির কাজও করছে।’
ফটো সাংবাদিক কাকলী প্রধান বলেন, ’বিপন্ন নদীকে বাঁচিয়ে তুলতে আমি এ উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষ নদী রক্ষার ব্যাপারে সচেতন হলে অবৈধ দখলদাররা পিছু হটতে বাধ্য হবে।’
উদ্যোক্তারা জানায়, টেকনাফ ছাড়াও খুলনা, বরিশাল ও ঢাকায় এ ধরনের আরও তিনটি প্রদর্শনী হবে।
এক যুগেরও বেশি সময় ধরে কাকলী প্রধান সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্য কাজ করছেন। দীর্ঘ এ সময়ে ধারণ করা বিভিন্ন আলোকচিত্রই স্থান পেয়েছে প্রদর্শনীতে। যেখানে উঠে এসেছে নদীর রূপ-সৌন্দর্য, দখল-দূষণ ও অনিবার্যতা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.