× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৫:২৯ পিএম

সফিউল আলম রাজা।

সফিউল আলম রাজা।

ভাওয়াইয়ার ফেরিওয়ালা, ভাওয়াইয়ার রাজকুমার, গাড়িয়াল ভাই ও ভাওয়াইয়া রাজাসহ বহু নামে পরিচিত ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা। আজ শুক্রবার (১৭ মার্চ) তার ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজ কার্যালয় কলতান সাংস্কৃতিক একডেমিতে তিনি শেষ ত্যাগ করেন।

১৯৭৪ সালের ৮ জুলাই কুড়িগ্রামের চিলমারী উপজেলায় তার জন্ম। সঙ্গীত জগতে ছিলেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তার গায়কী প্রতিভা ভাওয়াইয়া সঙ্গীত অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা। এসবের পাশাপাশি করেছেন করেছেন সাংবাদিকতা। ২৪ বছরের সাংবাদিকতা জীবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, ডেমোক্রেসি ওয়াচ হিউম্যান রাইটস, ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পুরুস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

সফিউল আলম রাজা বাংলাদেশ বেতারের ‘বিশেষ’ ও বাংলাদেশ টেলিভিশনের ‘প্রথম’ শ্রেণীর শিল্পী। এছাড়াও তিনি দেশের সব ক’টি চ্যানেলে নিয়মিত সংগীত পরিবেশন করেন। ২০০৮ সালে রাজধানীতে ‘ভাওয়াইয়া’ গানের দল প্রতিষ্ঠা করেন। এছাড়াও ২০১১ সালে রাজধানীর পল্লবীতে প্রতিষ্ঠা করেন ‘ভাওয়াইয়া স্কুল’। 

সঙ্গীতজ্ঞদের মতে, টেলিভিশনে সবচেয়ে বেশি ভাওয়াইয়া গান করেছেন সফিউল আলম রাজা। ভাওয়াইয়া গানকে তিনিই টেলিভিশনে প্রতিষ্ঠা করেছেন। ভাওয়াইয়ার প্রচার ও প্রসারে নতুন প্রজন্মকে শেকড়মুখি করতে দেশ ও দেশের সীমানা পেরিয়ে সারাবিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে এই গানকে ছড়িয়ে দিয়েছেন।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা