× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থাপনাশিল্পে অবরুদ্ধ দিনলিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২১:৪৫ পিএম

রাজধানীর লালমাটিয়ায় কলাকেন্দ্রে ‘করোনায় আত্মসন্ধান’ শিরোনামে প্রদর্শনী শুরু হয়েছে। প্রবা ফটো

রাজধানীর লালমাটিয়ায় কলাকেন্দ্রে ‘করোনায় আত্মসন্ধান’ শিরোনামে প্রদর্শনী শুরু হয়েছে। প্রবা ফটো

করোনা মহামারিতে দেশজুড়ে শোকের ছায়া নামে সারা দেশে। কত প্রিয়জন চলে গেছেন বড্ড অকালে। পরিস্থিতি সামাল দিতে সরকার ঘোষণা করে ‘কঠোর লকডাউন’। জনজীবন থমকে যায়, কোলাহলমুখর শহরে নামে নিস্তব্ধ নীরবতা। ঘরবন্দি নগরজীবন তার প্রাত্যহিক কর্মসূচিতে অভ্যস্ত হয় অন্তর্জালে।


সেই অবরুদ্ধ জীবনের গল্পগুলো শিল্পী ওয়াকিলুর রহমান তুলে এনেছেন নানা শিল্পকর্কে। স্থাপনাশিল্প ও ইলাস্ট্রেশনের সেই শিল্পকর্মগুলো নিয়ে শনিবার (১ এপ্রিল) থেকে রাজধানীর লালমাটিয়ায় কলাকেন্দ্রে ‘করোনায় আত্মসন্ধান’ শিরোনামে প্রদর্শনী শুরু হয়েছে।

শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, ‘করোনাকালে ঘরবন্দি সময়ের গল্পগুলো আমি স্থাপনাশিল্পে ফুটিয়ে তুলতে শুরু করি কঠোর লকডাউনের ওই সময়ে। প্রতিদিন সেসব স্থাপনাশিল্পের ছবিগুলো ফেসবুকে আপলোড করতাম। আড়াই মাস ধরে বানানো সেসব শিল্পকর্মগুলো এবার গ্যালারি কনটেক্সটে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি৷ সঙ্গে যুক্ত হয়েছে কিছু ইলাস্ট্রেশন।’

ওয়াকিলুর রহমান বলেন, তার শিল্পকর্মগুলোতে লকডাউন সময়কালীন নাগরিকদের প্রাত্যহিক জীবন যেমন চিত্রিত হয়েছে, তেমনিভাবে প্রকৃতির নানা অনুষঙ্গও যুক্ত হয়ে দিয়েছে ভিন্ন দ্যোতনা। মানবমনের বিচিত্র খেয়াল বিমূর্ত হয়েছে একাধিক শিল্পকর্মে।

শিল্পকর্ম প্রদর্শনীর কিউরেটর শর্মিলি রহমান বলেন, ‘এই প্রদর্শনীটি একজন শিল্পীর করোনা মহামারির সময় গড়ে ওঠা ব্যক্তিগত স্থান এবং সময়ের একটি ধ্যানধর্মী উপস্থাপনা। উন্মুক্ত পরিবেশ থেকে বিচ্ছিন্ন, স্ব-নির্বাসনে স্বেচ্ছাবিচ্ছিন্ন এক পরিবর্তিত গার্হস্থ্য দৃশ্য শিল্পীর জাগতিক সম্পর্কগুলো পুনরায় উদ্ভাবনের মঞ্চ হয়ে ওঠে। গ্যালারির স্থানটি করোনা সময়ের নানাবিধ নান্দনিক চর্চার উপকরণ ব্যবহার করে পুনস্থাপনা করা হয়েছে। শিল্পীর প্রতিদিনের অনুশীলন ছিল, এক অর্থে, সেই সময়ের ভয়াবহতা ও অনিশ্চয়তা এড়ানোর একটি উপায় মাত্র।’

‘করোনায় আত্মসন্ধান’ শিরোনামে প্রদর্শনীটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীর দুয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা