× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত বন্যাকে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সংবর্ধনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫২ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৪ পিএম

ড. রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। প্রবা ফটো

ড. রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। প্রবা ফটো

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী'-তে ভূষিত হওয়ায় বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সংগঠক ড. রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শিল্পী-সংস্কৃতিসেবীদের মিলনমেলায় পরিণত হয়।

শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের একদল শিল্পী গানের মধ্য দিয়ে তাঁকে বরণ করেন। এসময় ‘স্পন্দন’-এর নৃত্যশিল্পীরা দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীকে মঞ্চে নিয়ে যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ সেলিম। প্রধান অতিথি ছিলেন নাট্যজন মঞ্চসারথী আতাউর রহমান। আরও উপস্থিত ছিলেন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি ড. বিশ্বজিৎ রায় এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল।

অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন সুরের ধারা-এর শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী স্বাতী সরকার, মহাদেব ঘোষ, খন্দকার খায়রুজ্জামান কাইউম, পীযুষ বড়ুয়া ও অঞ্জনা সরকার মনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা