× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সব কটা জানালা খুলে দাও না’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১৮:২৩ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ২০:৫৬ পিএম

চিত্রকর্ম প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের নিয়ে করা একটি চিত্রকর্ম  দেখছে এক দর্শনার্থী। প্রবা ফটো

চিত্রকর্ম প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের নিয়ে করা একটি চিত্রকর্ম দেখছে এক দর্শনার্থী। প্রবা ফটো

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ৭ই মার্চ শুরু হয়েছে চিত্রশিল্পী নিলুফার রহমানের একক চিত্র প্রদর্শনী ‘সব কটা জানালা খুলে দাও না’। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে বীরঙ্গনাদের অপরিসীম ত্যাগ নিয়ে শিল্পীর আঁকা ৩০টিরও বেশি চিত্রকর্ম নিয়ে চলছে এই প্রদর্শনী। 

শুক্রবার (৮ মার্চ) প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক। শিল্পকলা একাডেমীর ৫নম্বর গ্যালারিতে প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে।

আব্দুর রাজ্জাক বলেন,  ‘বর্তমান প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের ত্যাগের ইতিহাস সম্পর্কে পুরোপুরি জানতে, দেশের বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে ওয়াকিবহাল করতে এ চিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানাচ্ছি।’

প্রদর্শনী বিষয়ে চিত্রশিল্পী নিলুফার রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি চিত্রশিল্পের সঙ্গে জড়িত। আজকের এই চিত্র প্রদর্শনী আমার দীর্ঘদিনের সাধনার ফসল। দেশের বাইরে আমার বেশ কিছু চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে। আমি চাই, আমার জন্মভূমি বাংলাদেশেও আমার চিত্রকর্মের সঙ্গে দেশের মানুষের পরিচিতি ঘটুক এবং তার পরিপ্রেক্ষিতেই এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

প্রদর্শনী দেখতে আসা দর্শকদের মধ্যে রাজিব খান বলেন,  ‘এসব চিত্রকর্ম আমাদের প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। যার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারব। পাশাপাশি এ ধরনের প্রদর্শনী আমাদের প্রগতিশীল হতে এগিয়ে নিয়ে যাবে।’

সিনথিয়া ইসলাম রোজা বলেন,  ‘আমার ফটো এক্সিবিশনের প্রতি আগ্রহ আছে, তাই এসেছি। এসব চিত্রকর্ম আমাদের ও পরবর্তী প্রজন্মের কাছে মাইলফলক হয়ে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা