× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে আসছে নতুন গাড়ি, ৪ মিনিটের চার্জে চলবে ১০০ কিলোমিটার

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০১ মে ২০২২ ২২:৫৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে কিয়া ইভি৬। এর ডিজাইন যতটা ফিউচারিস্টিক, ফিচারগুলো ততটাই মডার্ন। মাল্টি-কলিশন ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট কলিশন ওয়ার্নিংসহ নানা অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম থাকছে।

এতে মিলবে ডুয়েল ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, মাল্টি ড্রাইভ মোড, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, ৬০টির বেশি কিয়া কানেক্ট ফিচার, অগমেন্টেড রিয়েলিটি হেডস আপ ডিসপ্লে, আটটি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর, ইলেকট্রিক সানরুফ, প্রভৃতি। গাড়িটি প্রতি ঘন্টায় ০-১০০ কিলোমিটার গতিবেগ মাত্র ৩.৫ সেকেন্ডে তুলতে পারবে।

দু’টি মডেলেই ৭৭.৪ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি রয়েছে। আরডব্লিউডির ক্ষেত্রে এর রেঞ্জ হবে ৫২৮ কিলোমিটার। অর্থাৎ ব্যাটারি চার্জে পরিপূর্ণ থাকলে আনুমানিক অতটা পথ যেতে পারবে। আর এডব্লিউডির ক্ষেত্রে ডুয়াল মোটর থাকায় রেঞ্জ অনেকটাই কম। এক চার্জে ৪২৫ কিলোমিটার যেতে পারবে গাড়িটি। ব্যাটারিতে থাকছে আল্ট্রা ফাস্ট চার্জিং অপশন।

১০০ কিলোমিটার পথ চলার জন্য প্রয়োজনীয় চার্জ হতে সময় লাগবে ৪.৫ মিনিট। এর সঙ্গে ৫০ কিলোওয়াট, ১৫০ কিলোওয়াট এবং ৩৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার পাওয়া যাবে। যা দিয়ে ১০-৮০% চার্জ করতে যথাক্রমে ৭৩ মিনিট, ৪০ মিনিট, ও ১৮ মিনিট সময় লাগবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা