× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলার তৃতীয় দিনে বই বেড়েছে, বেড়েছে বইপ্রেমীদের আনাগোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৯ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩০ এএম

মেলার তৃতীয় দিনে বই বেড়েছে, বেড়েছে বইপ্রেমীদের আনাগোনা

অমর একুশে বইমেলার তৃতীয় দিনটি ছিল শুক্রবার, প্রথম ছুটির দিন। এদিন সকাল থেকেই মেলায় বইপ্রেমীর ভিড় ছিল চোখে পড়ার মতো।

বাংলা একাডেমির দেওয়া তথ্যমতে, এদিন মেলায় নতুন বই এসেছে ৯৬টি। যার মধ্যে কাব্যগ্রন্থ ২৯টি, উপন্যাস ১৬টি, গল্পগ্রন্থ আটটি, জীবনী ছয়টি, শিশুসাহিত্য চারটি, মুক্তিযুদ্ধ চারটি, ভ্রমণ তিনটি, ইতিহাস তিনটি, প্রবন্ধ দুটি, বিজ্ঞান দুটি, রাজনীতি একটি, বঙ্গবন্ধু একটি, অনুবাদ একটি, অভিধান একটি, স্বাস্থ্যবিষয়ক একটিসহ অন্যান্য বিষয়ে আরও ১০টি বই এসেছে।

এসবের মধ্যে উল্লেখযোগ্য হলোআবদুল গাফ্ফার চৌধুরীর নিবন্ধ বাংলাদেশের জাতীয় মুক্তির পথ, শওকত ওসমানের স্মৃতিকথা ওদিকে যেতে চাই, দ্বিজাতিতত্ত্ব, যতীন সরকারের প্রবন্ধগ্রন্থ নিয়তিবাদ ও বিজ্ঞান চেতনা, মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রলয়, সুজন বড়ুয়ার মুক্তিযুদ্ধবিষয়ক যুদ্ধ জয়ের কিশোর গল্প, ইমদাদুল হক মিলনের উপন্যাস যে জীবন আমার ছিলো এবং সাদাত হোসেনের দুটি উপন্যাস মানবজনম ও শঙ্খচূড়।

আজ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে। এ ছাড়া বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : ড. আকবর আলি খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আমিনুল ইসলাম ভুইয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন ফারুক মঈনউদ্দীন, মো. মোফাকখারুল ইকবাল এবং কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ সাদিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা