× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম

কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক কামাল হোসেন টিপুর প্রেমের উপন্যাস ‘অভিমান’। উপন্যাসটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

অভিমান উপন্যাসটি স্কুলজীবনের প্রেমকাহিনি নিয়ে লেখা। এ উপন্যাসে লেখক সুস্থধারার উপাখ্যান রচনায় মনোনিবেশ করেছেন। উপন্যাসের প্রাথমিক অংশ দুষ্টুমি আর হেঁয়ালিপনার খুনসুটিতে ভরা। এরই মাঝে লেখক উপন্যাসের প্রধান দুই চরিত্র তথা দুই তরুণ-তরুণীর মনে ভালোলাগার বীজ বুনে ভালোবাসার রস সৃষ্টির চেষ্টা করেছেন।

কিন্তু মানবপ্রেম কখনও নির্দিষ্ট গতিধারায় চলে না। কারণ ভালোবাসা যত গভীর হয়, বিচ্ছেদ ততই নিকটে আসে। এ উপন্যাসেও তা-ই হয়েছে। উপন্যাসের মধ্যভাগে দীর্ঘ সাড়ে সাত বছরের বিচ্ছেদ টেনে এনেছেন লেখক। এরপর কী হলো? এরপর লেখক বিচ্ছেদকে পুনরায় পুরোনো ভালোবাসায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

নিজের উপন্যাস সম্পর্কে কামাল হোসেন টিপু বলেন, ‘মিষ্টি প্রেমের এক উপন্যাস অভিমান। স্কুলজীবনে কিশোর বয়সে অনেকেই প্রেমে পড়ে। প্রেমে পড়ে এ উপন্যাসের দুই মানব-মানবী। এরপর বিচ্ছেদ আসে তাদের প্রেমে। নানা ঘটনার আবর্তে দীর্ঘ সময় পার করে আবারও তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। এমন পটভূমিতে লেখা অভিমান উপন্যাসটি পাঠকের ভালো লাগবে আশা করি।’

উপন্যাসের দুটি অংশবিশেষে নজর দেওয়া যাক এবার- ‘খুব ছোট্ট একটা শব্দ স্যরি। এই একটি শব্দ কি পারবে আমার সাড়ে সাত বছরের বিচ্ছেদযন্ত্রণা ভুলিয়ে দিতে? বলো নিহা, স্যরি শব্দটা কি আমাদের হারিয়ে যাওয়া সাড়ে সাতটি বছর ফিরিয়ে দিতে পারবে? এই সাড়ে সাতটি বছর ধরে আমি শুধু তোমাকে খুঁজেছি।’ আরেক জায়গায় লেখক লিখেছেনÑ ‘তোমার স্মৃতিজড়ানো এই স্কুল আঙিনায় আমি অসংখ্যবার এসেছি। এই, এখানটায় বসেছি। বিশ্বাস না-হলে এই কড়ই গাছটাকে জিজ্ঞেস করে দেখো, তোমার অপেক্ষায় কতদিন কতবার এখানে বসে কেঁদেছি।’

অভিমান উপন্যাসটি কামাল হোসেন টিপুর নবম গ্রন্থ। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় অন্বেষা প্রকাশনের ১২ নম্বর প্যাভিলিয়নে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা