× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমকালীন বিষয় নিয়ে বিনয় দত্তের ‘প্রহসনের এক রাত্তির’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৯ পিএম

সমকালীন বিষয় নিয়ে বিনয় দত্তের ‘প্রহসনের এক রাত্তির’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বিনয় দত্তের সমকালীন কথামালা নিয়ে গ্রন্থ ‘প্রহসনের এক রাত্তির’। বইয়ে আছে সমকালের কথা, অতীত নিয়ে কথা, ছোট-বড় ঘটনার বিশদ রূপ আছে, জোর করে ভুলে থাকতে চাওয়ার বিষয়ও আছে। বইটির প্রকাশক পুথিনিলয়। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা একটি রাষ্ট্র ধীরে ধীরে সংস্কৃতি বিমুখ হয়ে যাচ্ছে, আজ জোরালো সাংস্কৃতিক আন্দোলনের দেখা মেলে না। কেন হচ্ছে এমন? অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা আজ বড় পণ্য, শিক্ষা থেকে পোশাক সব জায়গায় সাম্প্রদায়িকতা। এমন কি হওয়ার কথা ছিল? বেড়ে ওঠা তারুণ্যের সংকট যেন আমাদের অচেনা, আমরা যেন তাদের ভুলে থাকতে চাই। তবে কি তরুণরা অবহেলিত? এক রাতে শিক্ষাক্রম হয়ে যায় পরিবর্তিত, পাঠ্যপুস্তক যেন যেমন খুশি তেমন আবদার মেটানোর জায়গা। তবে শিশুরা কী শিখবে? প্রশ্ন করলেও উত্তর কি মিলছে? উত্তর জানা জরুরি, জানানো জরুরি। ‘প্রহসনের এক রাত্তির’-এ সেই অজানা উত্তরের সন্নিবেশ ঘটানো হয়েছে।

এই বই নিয়ে লেখক বিনয় দত্ত বলেন, ‘আমি সমাজ পরিবর্তনের কথা বলি। কারণ সমাজকে যদি সন্তানের মতো দেখি তবে তা আমাদেরই লালন-পালন এবং পরিবর্তন করতে হবে। কখনও মাঠের জন্য আহাজারি করে, কখনও শিক্ষাব্যবস্থার পরিবর্তন চাই বলে চিৎকার করে, কখনও সাম্প্রদায়িক দাবানল বন্ধ করে, কখনও তারুণ্যের সংকটের কথা বলে সেই পরিবর্তন ঘটানো সম্ভব। মূল বিষয় হলো, আমাদের দেশে যে সংকট চলমান তার সমাধান সম্ভব। কীভাবে? সেই গল্প বলার চেষ্টা করেছি। আমি গল্পকথক, সংকটেও গল্প বলি, কষ্টেও গল্প বলি, আনন্দেও গল্প বলি। তবে সংকটের পাশাপাশি সমাধানেরও গল্প বলি। ‘এই শহর সুবোধদের’, ‘আরোপিত এই নগরে’, ‘অর্বাচীনের আহ্নিক’-এর পর এটি সমকালীন কথনমালার নতুন সংযোজন। সবাইকে গ্রন্থটি পাঠের আমন্ত্রণ।’

বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় পুথিনিলয়ের ১৫ নম্বর প্যাভিলিয়নে। ১২৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩৭০ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা