× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়া হকের কিশোরকাব্য 'ঢেউ দোলানো নদীর মায়া'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪১ পিএম

জিয়া হকের কিশোরকাব্য 'ঢেউ দোলানো নদীর মায়া'

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে জিয়া হকের কিশোর কবিতার বই ‘ঢেউ দোলানো নদীর মায়া’। বইটি প্রকাশ করেছে সরলরেখা প্রকাশনা সংস্থা। প্রচ্ছদ করেছেন প্রখ্যাতশিল্পী হাশেম খান। অলংকরণ করেছেন মোহাম্মদ শাহযাদা। 

ফুল, পাখি, নদী, মেঘ, বন, মাঠ, দেশ ও রূপ-প্রকৃতি নিয়ে লেখা ৩০টা কবিতা দিয়ে সাজানো হয়েছে ‘ঢেউ দোলানো নদীর মায়া’। বই প্রসঙ্গে জিয়া হক বলেন, ‘কিশোর-কাব্যগ্রন্থ ঢেউ দোলানো নদীর মায়ায় সময়ের প্রতিক্রিয়া লক্ষণীয়; তবে বিভিন্ন অনুষঙ্গ দিয়ে বইটিকে সমৃদ্ধ করতে চেষ্টা করেছি। দেশ, বিশ্ব, আগ্রাসন, মুক্তিযুদ্ধ, শিশু, ভিনদেশি কালচার, আড়িয়ালখাঁ-পালং-মধুমতী-ময়নাকাটা প্রভৃতি নদী, বিল, ঝিল, বাগান, প্রকৃতি, স্কুল, মাঠ, ক্ষেত, ফল, ফুল, পাখি, খেলা, বিকেল, সকাল, গ্রাম, মাছ, জেলে, চাষি, আবেগ, আশাবাদ, স্মৃতি, বিপর্যয়, মহামারি, ঘুষ, দুর্নীতি, খুন, ব্যবসা, মুদ্রাস্ফীতি, মূল্যবোধের অবক্ষয়, বেকারত্ব, বিবিধ সামাজিক সমস্যা, কৈশোর, বাৎসল্য প্রভৃতিকে অল্প-বিস্তর ছুঁতে চেষ্টা করেছি কবিতায়।

প্রায় ৩০টি বিষয় নিয়ে ৩০টি কবিতা দিয়ে বইটি সাজানো। বইটি দীর্ঘ ১০ বছরের বিভিন্ন সময়ে লেখা অপ্রকাশিত কবিতার সংকলন। পাঠক প্রতিটা ছড়া-কবিতায় আলাদা স্বাদ পাবেন বলেই বিশ্বাস।’

২০০৫ সালে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই জিয়া হকের কিশোর কবিতার বই 'গন্ধরাজের ডানা' প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য 'মিস তোকে মিস করি' এবং কিশোরকাব্য 'বন নাচে মন নাচে'। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর জিয়া হক যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। 

'ঢেউ দোলানো নদীর মায়া' গ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলায় প্রকাশনীর ৩৫৬ নাম্বার স্টলে। বইটির মূল্য ধরা হয়েছে ২৬৮ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা