× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামলার হুমকি দিয়ে উড়োচিঠি

বইমেলায় তল্লাশি, নিরাপত্তায় ঘাটতি নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১২ পিএম

প্রবেশদ্বারে পুলিশের তল্লাশি। প্রবা ফটো

প্রবেশদ্বারে পুলিশের তল্লাশি। প্রবা ফটো

অমর একুশে বইমেলার ছুটির দিনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ডগ স্কোয়াড নিয়ে তল্লাশিও চালিয়েছে। প্রবেশদ্বার থেকে শুরু করে বইমেলার আশপাশ এলাকায় টহল পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা সজাগ দৃষ্টি রাখছে।

বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে উড়োচিঠি পাঠানোর ঘটনায় আজ সকালে বইমেলায় বাড়তি নিরাপত্তা ছিল বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘উড়োচিঠির বিষয়টি আমরা আমলে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কাজ করছে। তবে মেলায় দর্শনার্থীদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই।’ কোনো কিছু ঘটার আশংকা নেই বলেও জানান তিনি।

এদিকে অমর একুশে বইমেলার বাকি আর চার দিন। শেষ সময়ে সাপ্তাহিক ছুটির দিনে তাই পাঠক-দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। সকাল থেকে মেলা প্রাঙ্গণে সব বয়সি মানুষের আনাগোনা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিকালে এ ভিড় আরও বাড়বে।

গাজীপুর থেকে আসা মঞ্জুরুল হাসান মুরাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চাকরির কারণে ব্যস্ত ছিলাম। তাই এতদিন আসতে পারিনি। এ বছর আজই প্রথম আসলাম। মেলা সকালের শুরুর সময়টা জানতাম না তাই আগেই চলে আসছি। শেষ সময়ে বই কেনার জন্যই আসলাম।’

বাসাবোর পারভেজ পরিবার নিয়ে এসেছেন বইমেলায়। মেলায় এসে পাঠক ও দর্শনার্থীদের ভিড় দেখে তিনি আনন্দিত। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘তল্লাশির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে।’

বাড্ডা থেকে দুই ছেলেকে নিয়ে আসা বর্ষা বলেন, ‘নানা ব্যস্ততার কারণে আগে আসা হয়নি। মেলার শেষ সময়ে আসার উদ্দেশ্য হলো এই সময়ে সব বই প্রকাশ হয়ে যায়। তাই পছন্দের বই কেনা সহজ হয়। আর সকালে আসার কারণ অনেকটা ভিড় এড়িয়ে চলা যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা