× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালিউল ইসলাম সাকিবের ‘বিদঘুটে বিষাদে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩২ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম

ওয়ালিউল ইসলাম সাকিবের ‘বিদঘুটে বিষাদে’

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে প্রেম, বিরহ আর বিচ্ছেদের ভিন্ন আবহের প্রতিচ্ছবিতে সাজানো এক কাব্যগ্রন্থ ‘বিদঘুটে বিষাদে’। রচয়িতা মো. ওয়ালিউল ইসলাম সাকিব। প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী।

ওয়ালিউল ইসলাম সাকিবের প্রথম কাব্যগ্রন্থ ‘বিদঘুটে বিষাদে’-এর পাতায় পাতায় তিনি সযতনে এঁকেছেন মানব-মানবীর শাশ্বত প্রণয়ী ভাব। শুধু প্রণয়ী কবিতাই নয় বিপ্লবী চেতনার কবিতাও ঠাঁই পেয়েছে এখানে। বিরহ, বিচ্ছেদ, বিষাদ কিংবা বিপ্লব, নানা অনুভূতি সূক্ষ্মভাবে তুলে এনেছেন গভীর জীবনবোধ থেকে। কবি কখনও ভালোবাসার বদলে কামনা করেছেন ঘৃণা, কখনও আবার নির্ঘুম রাতে ভুলে বসেছেন প্রেয়সীকে! এমনকি বিরহেই খুঁজে নিয়েছেন প্রেমের মিষ্টি যন্ত্রণাও।

নিজের প্রথম কবিতার বই প্রসঙ্গে কবি বলেন, ‘কবিতাই সাহিত্যের প্রাচীন শাখা। কবিতা পড়েই সাহিত্যের চিরন্তন স্বাদ আস্বাদন করা যায়। দীর্ঘ সময় ধরে চর্চার পর এই বইটি প্রকাশ করা। আশা করি কবিতাপ্রেমীদের জন্য বেশ সুখপাঠ্য হবে বইটি।’

'বিদঘুটে বিষাদে' বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় রাহনুমা প্রকাশনীর ২০৬ (ঘ,ঙ) নম্বর স্টলে। এ ছাড়া অনলাইন বুকশপ থেকেও আগ্রহীরা সংগ্রহ করতে পারবেন বইটি। 

যৌথ কবিতার বই 'স্বপ্নে যখন তুমি' আর 'সহস্রাব্দের বটতলে' দিয়ে কবি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মো. ওয়ালিউল ইসলাম সাকিব। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা