× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বই আলোচনা

আহমেদ সাব্বিরের ছড়াগ্রন্থ ‘সামান্য ব্যাপার’

বাবলু ভঞ্জ চৌধুরী

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫ পিএম

আহমেদ সাব্বিরের ছড়াগ্রন্থ ‘সামান্য ব্যাপার’

আহমেদ সাব্বিরের লেখক-মানস বড়ই ছন্দবদ্ধ। তিনি যা বলেন, সবই খাঁটি ছড়া হয়ে যায়। যা বলার, তিনি তাই বলেন। এর আগ পর্যন্ত সেগুলো আমাদের কাছে উপলব্ধ যদিও থাকে, উচ্চারিত থাকে না। আমাদের ছড়ার যে সমৃদ্ধি, তার ঢেউয়ের অগ্রভাগ যে কয়জন টেনে নিয়ে বেড়াচ্ছেন, আহমেদ সাব্বির তাদের মধ্যে অন্যতম। 

আহমেদ সাব্বিরের ছড়া দারুণ সুস্বাদু। হাতের কাছের জিনিস নিয়ে তিনি এমন হাতিয়ার বানিয়ে ফেলেন যে, পুরো ছড়া-সাহিত্যের ওপর শ্রদ্ধাবোধটা পোক্ত হয়ে যায়। তিনি তাই সুকুমার-অন্নদাশংকর-লুৎফর রহমান রিটনের যথার্থ উত্তরসূরি। তার লেখালেখির বয়স দেড় যুগের বেশি। ২০০৭ সালে প্রকাশিত প্রথম ছড়াগ্রন্থ ‘বিষ্টি ভেজা মিষ্টি সকাল’ অনন্য আলোর ঝলকানির মতো দেখা দিয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘দুরন্ত কিশোরের উড়ন্ত মন’ গ্রন্থের  জন্য পেয়েছিলেন ‘অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য’ পুরস্কার।

এ বছর একুশে বইমেলাতে ‘সামান্য ব্যাপার’ নামে তার একটি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি সম্পর্কে লেখক নিজেই জানিয়েছেন যে, এর ছড়াগুলো বড়দের জন্য বাছাই করা। আসলে, আমাদের দৈনন্দিন জীবন-পথের অলিগলিতে অনেক অস্পষ্ট ছায়া থাকে, কিছু ছায়া শীতলতার জন্য রাখতে হয়, আর কিছু ছায়া সরিয়ে দিয়ে সম্মুখপথের দিশা স্পষ্ট করতে হয়। আহমেদ সাব্বির সারা জীবন ধরে সেই ছায়াগুলোকে এঁকেছেন শব্দের রেখায়। তা যেন আমাদের নাগরিক-মুখেরই প্রতিচ্ছবি। নানান বিষয়ের ৬৭টি ছড়া দিয়ে সাজানো হয়েছে সামান্য ব্যাপার।

ছড়ারও একটা দম্ভ থাকে; বোধকরি তা তার শরীর ও হৃদয়ের ভাষাতেই। আহমেদ সাব্বির  সেই দম্ভ ফুটিয়ে তুলতে পারেন অবলীলায়। ‘সামান্য ব্যাপার’ গ্রন্থখানিও পাঠকদের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশাবাদী।

ছায়াবীথি প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় প্রকাশনীর ৪৪৯-৪৫২ নম্বর স্টলে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা