× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে সৌদির মূল্যস্ফীতির হার ৩ শতাংশ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৯:০২ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৯:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের এক প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির হার চলতি বছরের সেপ্টেম্বরে যেখানে ছিল ৩ দশমিক ১ শতাংশ, অক্টোবরে তা শূন্য দশমিক ১ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে এসেছে। খবর র‍য়টার্স

বৈশ্বিক মূল্যস্ফীতির ফলে বাইরে নেই সৌদি আরব। দেশটিতে খাদ্যদ্রব্য এবং পানীয়ের দাম আগের তুলনায় বেড়েছে। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। দেশটির জনগণ যেহেতু তাদের মোট অর্থনীতির এক পঞ্চমাংশ এই খাতে ব্যয় করে, তাই উচ্চ মূল্যস্ফীতির ফলে ভোক্তাদের ওপর তা বিরূপ প্রভাব পড়েছে। একইসঙ্গে আবাসন খাতে ব্যয় বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। ফলে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানীর ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩ শতাংশ।

এদিকে উপসাগরীয় অর্থনীতি এ বছর তেল রপ্তানি থেকে উচ্চ রাজস্ব সুবিধা নিচ্ছে। ফলে অভ্যন্তরীণ প্রবৃদ্ধি এবং বিনিয়োগ বাড়াতে রাজস্ব উদ্বৃত্ত আছে৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ অনুমান করছে, সৌদি আরবে এ বছর দেশীয় পণ্যের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬ শতাংশ। বছর শেষে দেশটিতে মূল্যস্ফীতির পরিমাণ হবে ২ দাশমিক ৭। ২০২৩ সালে দেশটিতে মূল্যস্ফীতির হার আরও কমে ২ দশমিক ২ শতাংশে দাঁড়াবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা