× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রেক্সিটে বাড়েনি যুক্তরাজ্যের ব্যবসায়িক কার্যক্রম

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৮:৩০ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৯:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে আসার সিদ্ধান্ত (ব্রেক্সিট)  কার্যকর হলেও পরবর্তী সময়ে বাড়েনি বাণিজ্যিক প্রবৃদ্ধি। ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য বিষয়ক চুক্তি হিসেবে পরিচিত ‘ওভেন-রেডি’ চুক্তি থাকলেও তা কাজে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যুক্তরাজ্যের বর্তমান শর্তের অধীনে ইউরোপীয় ইউনিয়নের-ইইউর সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে নিতে ব্যবসায়ীদের সংগ্রাম করতে হচ্ছে জানিয়ে সংবাদ প্রচার হচ্ছে। দেশটির তিন-চতুর্থাংশের বেশি ব্যবসায়ীর পক্ষ থেকে বলা হয়েছে, বেক্সিট পরবর্তী সময়ে ওভেন-রেডি চুক্তি থাকলেও তা গত দুই বছরে ব্যবসা সম্প্রসারণের কাজে আসেনি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমান শর্তের অধীনে ইইউর সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে নিতে সংগ্রাম করতে হচ্ছে রপ্তানিকারকদের। ব্রিটিশ চেম্বার অব কমার্সের-বিসিসি একটি সমীক্ষায় দেখা যায়, ইইউর সঙ্গে যারা বাণিজ্য কার্যক্রম পরিচালিত করছেন তাদের মধ্যে ৫৬ শতাংশ ব্যবসায়ীই নতুন নিয়ম মেনে পণ্য রপ্তানিতে ঝামেলায় পড়ছেন। ৪৫ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন ব্যবসাসহায়ক পরিষেবা লেনদেনে সমস্যার কথা। সামগ্রিকভাবে চুক্তির অধীনে লেনদেনকারী সংস্থাগুলোর ৭৭ শতাংশ বলছে, এই চুক্তি তাদের বিক্রয় বাড়াতে সাহায্য করেনি।

ব্যবসায়ীদের শঙ্কার বিষয়ে বিসিসির মহাপরিচালক শেভান হ্যাভিল্যান্ড বলেন, ‘ব্যবসায়ীরা মনে করছেন, তাদের কপাল দেয়ালে ঠেকে গেছে। কারণ বাণিজ্য ও সহযোগিতা চুক্তি-টিসিএ অনুমোদিত হওয়ার দুই বছর অতিক্রান্ত হলেও ব্যবসায়ীদের সাহায্য করতে কিছুই করা হয়নি। বর্তমান সমস্যাগুলো যত বেশি সময় ধরে নির্ণয় না করে ফেলে রাখা হবে, ইইউ ব্যবসায়ীরা তত বেশি অন্য বাজারের দিকে মনোযোগী হবেন।’

এদিকে  ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা ব্রেক্সিট পরবর্তী আইনের চেয়ে ইউরোপীয় ইউনিয়নের নিয়মেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে সংবাদে জানানো হয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, নতুন আইনে শুল্ক আদায়ের অসঙ্গতিপূর্ণ প্রয়োগ এবং ব্যবসায়িক ভ্রমণে সীমাবদ্ধতা নতুন সংকটের সৃষ্টি করেছে। দুই-তৃতীয়াংশ সদস্য বলেছেন, যুক্তরাজ্যের ব্রেক্সিট-পরবর্তী সময়ে পণ্যের গুণমান নির্ধারণে ইউকেসিএ-তে সুইচ করার পরিবর্তে ইইউর সিই চিহ্ন ব্যবহার চালিয়ে যেতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তবে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য সচিব নিক থমাস-সাইমন্ডস বলেন, ‘রক্ষণশীল দলকে হেয়প্রতিপন্ন করতেই এমন প্রতিবেদন তৈরি করা হয়েছে। সরকারের চুক্তিগুলোর কারণে যে ব্যবসায়ীদের বিক্রি বাড়ছে না, এটা গ্রহণযোগ্য নয়।’

এর আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘ওভেন রেডি’ ব্রেক্সিট চুক্তি অনুমোদন করেছিলেন। যার মূলে ছিল টিসিএ। যেখানে বলা হয়েছিল, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে না থেকে একক বাণিজ্যের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ইইউ যুক্তরাজ্যকে শুল্ক ছাড়াই বাণিজ্যের অনুমতি দেবে। তবে পণ্য রপ্তানিতে অন্যান্য সকল নিয়মকানুন ব্রিটেনকে মেনে চলতে হবে। এক্ষেত্রে কাস্টমসের অন্যান্য সকল নিয়ম ব্রিটেনের জন্য কার্যকর হবে।

এদিকে ২০২৬ সাল অবধি টিসিএ পর্যালোচনা করা হবে। তবে ব্যবসায়ীদের সুবিধার্থে বিসিসি সরকারকে অবিলম্বে কিছু পরিবর্তনের জন্য আলোচনার আহ্বান জানিয়েছে। বিসিসি মহাপরিচালক শেভান হ্যাভিল্যান্ড বলেন, ‘টিসিএ-তে স্পষ্টতই কিছু কাঠামোগত সমস্যা রয়েছে। যা ২০২৬ সালে পর্যালোচনা না হওয়া পর্যন্ত সমাধান করা যাবে না। কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবিত প্রতিবেদনে কিছু সমস্যার কথা উল্লেখ করেছি। যেগুলো সমাধান করতে কয়েক মাসের আলোচনা বা বড় পর্যালোচনার জন্য অপেক্ষা করতে হবে না। তবে এই পরিবর্তনগুলো দরকার।’

ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক গতিশীল করতে উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের অচলাবস্থা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী  ঋষি সুনাকের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনা হয়েছে। আগামী বছরের মধ্যে তারা এই অচলাবস্থার অবসান দেখতে চান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা