× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিবাচক ধারায় শেয়ারবাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২২ ১৭:০৪ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২২ ১৭:১৮ পিএম

ইতিবাচক ধারায় শেয়ারবাজার

সূচকের উত্থান দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারের শেয়ারবাজার। সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয় লেনদেন। যা শেষ পর্যন্ত বজায় থাকায় দিন শেষে ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৯ পয়েন্ট হয়।

লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির দর।

তবে ডিএসইতে লেনদেন কমেছে। আগের দিনের চেয়ে প্রায় ১০২ কোটি টাকা কমে ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ টাকা। 

লেনদেনের শীর্ষে আছে পাঁচ প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে--বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসিম বাংলাদেশ, মালেক স্পিনিং মিলস ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড। 

রবিবার দরবৃদ্ধি ও লেনদেনের শীর্ষে ছিল বস্ত্রখাত। এ খাতে ১৯৯ কোটি টাকা লেনদেন হয়। লেনদেন হওয়া ৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তত ছিল ১৬টির।  

তবে নেতিবাচক ধারা ছিল ডিএসইর এসএমই বোর্ডে। এদিন ডিএসএমই-এক্স ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১টির এবং কমেছে ১২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে।  সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯০ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৬১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২ কোটি ৮৭ লাখ টাকা বেশি।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা