× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

৮ দফা দাবিতে চট্টগ্রামে কর্মবিরতিতে সিঅ্যান্ডএফ এজেন্টরা

চট্টগ্রাম অফিস

৩০ জানুয়ারি ২০২৩ ১৩:১২ পিএম । আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৩:২৩ পিএম

লাইসেন্সিং বিধিমালার কিছু বিধিবিধান সংশোধনসহ ৮ দফা দাবিতে দুই দিনের কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ফলে সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি দাখিল এবং শুল্কায়ন বন্ধ রয়েছে।

কাজ বন্ধ রেখে কাস্টমস হাউসের গেটে জড়ো হয়ে সেখানে সমাবেশ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘লাইসেন্সিং বিধিমালার কিছু বিধিবিধান সংশোধনসহ বেশ কিছু দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম। এরপরও দাবি আদায় না হওয়ায় কেন্দ্রীয়ভাবে সারা দেশের দুই দিনের কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছে ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।

ওই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সারা দেশের সবগুলো শুল্ক স্টেশন ও বিমানবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা।’

একই দাবিতে পরের দিনও কর্মবিরতি পালন করবেন বলে তিনি জানান।

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম দাবিগুলো হলো লাইসেন্স বিধিমালা, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধন, আমদানিকারকের দায় বা ভুলের মাশুল সিঅ্যান্ডএফ এজেন্টদের ওপর না চাপানো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা