আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৬১তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৬১তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গত ৫ জানুয়ারি এ সভা হয়। সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কোর্ট কর্তৃক নিয়োগকৃত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অংশ নেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সিনিয়র জেলা ও দায়রা জজ (অবঃ) মো. সফিকুল ইসলাম, (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী, মো. এনামুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমান প্রমুখ।
সভায় কর্মপরিকল্পনা পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ প্রত্যেক বিভাগকে কার্যকরী গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভায় ব্যবসায়ী বিভাগগুলো তাদের ঋণ বিতরণের পরিকল্পনা উপস্থাপন করে। পাশাপাশি বিগত বছরগুলোতে বিনিয়োগকৃত ঋণ থেকে আদায় পরিকল্পনাও উপস্থাপন করে।
২০২৩ সালে ঋণ বিতরণের পরিকল্পনা এসএমই বিভাগ দ্বারা উপস্থাপিত হয়। পরিচালনা পর্ষদ উক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে এসএমই বিভাগের পরিকল্পনা মোতাবেক মোট বিনিয়োগের বিপরীতে মোট আয় কত হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করার পরামর্শ প্রদান করে।
পরিচালনা পর্ষদ লায়াবিলিটি ম্যানেজমেন্ট বিভাগের উপস্থাপিত নগদায়ন পরিকল্পনা পর্যালোচনাপূর্বক অর্থ সঞ্চয়ে আগ্রহী মানুষদের উৎসাহ বৃদ্ধি ও আস্থা অর্জন করতে নতুন আমানতকারীদের প্রয়োজনে নগদায়নের যথা সময়েই অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান দায় কমানোর জন্য সুদ সমর্পণকারী আমানতকারীদের আমানত নগদায়নে অগ্রাধিকার দেওয়া হয়।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.