× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনযাত্রার ব্যয় তিন মাসের মধ্যে কমার আশা গভর্নরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৬:২৪ পিএম

রাজধানীর কারওয়ানবাজারের মসলা বাজার। প্রবা ফটো

রাজধানীর কারওয়ানবাজারের মসলা বাজার। প্রবা ফটো

দেশে জীবনযাত্রার ব্যয় ও বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দুই দিনব্যাপী নবম ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা করেন। 

গভর্নরের মতে, বৈশ্বিক মন্দাভাব ও ইউক্রেন যুদ্ধের জেরে দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে যে সংকট দেখা যাচ্ছে, তা নিয়ন্ত্রণে আনতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হবে।

মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রাবাজারের যে অস্থিরতা, তা দুই-তিন মাসের মধ্যে সহনীয় হয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। 

আবদুর রউফ বলেন, ‘ডলার সংকট একটি জটিল সমস্যা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি, তা আমদানি-প্ররোচিত।’ তিনি আরও বলেন, বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক ব্যাংকগুলোকে নীতি মেনে মুনাফা করতে হবে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে।’

কারওয়ানবাজার

এ ছাড়া একাধিক বক্তার বক্তব্যে উঠে এসেছে, করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের গতিকে বাড়াতে গিয়ে নানা নীতিগত ছাড় ও বৈদেশিক মুদ্রাবাজারের অস্থির অবস্থা ব্যাংক খাতকে চ্যালেঞ্জে ফেলেছে। 

এতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার আশঙ্কা দিয়েছে। এমন বাস্তবতায় ব্যাংকের পরিচালনা পর্ষদকে শুধু মুনাফার দিকে না তাকিয়ে গ্রাহকদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত করতে হবে।

প্রবা/এইচকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা