ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মার্কেটগুলো আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। চলতি মাসের ২১ ফেব্রুয়ারি থেকেই মূল্যছাড়ের অফারটি চালু হয়েছে।
বরাবরের মতো এ বছরও রমজান ক্যাম্পেইনের আওতায় এ অফার চালু হয়েছে। দুবাইয়ের ধনকুবের মাজিদ আল ফুতাইয়েমের খুচরা পণ্য বিক্রির প্রতিষ্ঠান ক্যারিফোর ২০২৩ সালের রমজান উপলক্ষে প্রায় ছয় হাজার পণ্যের দাম ৫০ শতাংশ কমিয়েছে। প্রতিষ্ঠানটি খাদ্য, পানীয়, প্রযুক্তিপণ্য এবং গৃহস্থালিসহ অন্য সামগ্রীতে মূল্যছাড় দিচ্ছে। ক্যারিফোরের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে পণ্যের চাহিদা মেটাতে স্থানীয় এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে মিলে পণ্যের মজুদ ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠানের কমার্শিয়াল ও অপারেশন্সের প্রধান ক্রিস্টোফি অরচেট বলেন, আমরা ছয় মাস ধরে সব পণ্য সরবরাহকারীর সঙ্গে আলোচনার মাধ্যমে ছয় হাজার পণ্যের মূল্য ৫০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হয়েছি। রমজানের ক্যাম্পেইনটি ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলবে। আন্তর্জাতিক পণ্যের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব পণ্যেও মূল্যছাড় দেওয়া হয়েছে।
এবারের রমজান উপলক্ষে আমিরাতি ফ্রেশ ফেস্টিভ্যাল চলছে জানিয়ে ক্রিস্টোফি অরচেট আরও বলেন, ফেস্টিভ্যালের আওতায় টাটকা শাকসবজি ও ফলমূলের ওপর ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে। এতে যেকোনো গ্রাহক ইচ্ছে করলে অন্য গ্রাহকের উদ্দেশে চিনি, চাল ও রান্নার তেল উপহার দিয়ে সহায়তা করতে পারবে। সূত্র : অ্যারাবিয়ান বিজনেস
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.