ছবি : সংগৃহীত
রাশিয়া নয় বরং চীনের অতিরিক্ত জ্বালানি কেনার কারণে গত বছর তেলের দাম বেড়েছিল। চীন তাদের অর্থনীতি পুনরুদ্ধারে উৎপাদন কার্যক্রম ক্রমবর্ধমান হারে বাড়াচ্ছে। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের। প্রতিষ্ঠানটির মতে, চলতি বছরের শেষ প্রান্তিকে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হতে পারে।
বুধবার ব্লুমবার্গ সার্ভিলেন্স আর্লি সংস্করণকে গোল্ডম্যান স্যাকসের ভোগ্যপণ্য গবেষক জেফ কুরি সতর্ক করে বলেছেন, জ্বালানির বাজার পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। গত বছরের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী তেলের চাহিদা ২ শতাংশ কমেছে। তবে একে মন্দা বলা যায় না। এতে অন্যান্য পণ্যের সংকট তৈরি করেছে।
বুধবার চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের এক তথ্যে জানা যায়, চীনা ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জানুয়ারিতে ৫০ দশমিক ১ থেকে ফেব্রুয়ারিতে ৫২ দশমিক ৬-এ পৌঁছেছে। দেশটিতে এক দশকেরও বেশি সময়ের তুলনায় কারখানা স্থাপনের হার দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া দেশটির অ-উৎপাদন খাতের সূচক বেড়েছে, যা ফেব্রুয়ারিতে চীনা অর্থনীতির সামগ্রিক বৃদ্ধির ইঙ্গিত দেয়। সব মিলিয়ে ২০২২ সালের শেষের দিকে বেইজিং ‘শূন্য-কোভিড’ নীতিগুলো থেকে সরে এসে অর্থনৈতিকে পুনরায় চাঙ্গা হওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে ভবিষ্যতে জ্বালানি তেলের সরবরাহের সংকট হতে পারে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ।
সূত্র : অয়েল প্রাইজ.কম
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.