× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা সংসদ এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন আবুল কালাম আজাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৬:৫৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লেখক ও গবেষক অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বাধীনতা সংসদ এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৩-এ মনোনীত হয়েছেন। জানা গেছে, দেশের প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা সংসদ অন্যান্য বছরের ন্যায় এবারও বিভিন্ন বিষয়ের ওপর জরিপ চালিয়ে বিশিষ্টজনদের সম্মাননা অ্যাওয়ার্ড দিয়েছেন। ২০২৩ এ সে ঘোষণা অনুযায়ী পার্ক পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ’কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখায়’ স্বাধীনতা সংসদ এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৩-এ ভূষিত ও মনোনীত হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ’আলোকিত সমাজ গড়তে শিক্ষা ও নৈতিকতা’ শীর্ষক আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও আলোকিত মানুষের পদচারণায় মুখরিত অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর হাশমত আলী, বিশেষ অতিথি সাউথইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দীনের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

আবুল কালাম আজাদ দুই যুগেরও বেশি সময় কারিগরি শিক্ষার ওপর কাজ করে যাচ্ছেন। তিনি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শুরু থেকে ভোকেশনাল ও পলিটেকনিকে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত রাবিতা ভোকেশনাল ইনস্টিটিউট রাবিতা ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বিসিআই পলিটেকনিক ইনস্টিটিউট এবং সর্বশেষ ও বর্তমান ’পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কারিগরি শিক্ষার বিভিন্ন অনুষঙ্গে কাজ করার পাশাপাশি বাংলাদেশের কারিগরি শিক্ষার দৈন্যতা ও দক্ষজনশক্তির প্রয়োজন বিষয়ে একাধিক গবেষণাকর্ম রয়েছে। বর্তমানে দেশের সমকালীন শিক্ষাসংকট নিয়েও তার প্রচুর গবেষণাধর্মী লেখনী প্রকাশিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সঙ্গে বিভিন্ন সৃজনশীল কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। অন্যদিকে কারিগরি শিক্ষা ও কারিকুলাম বিষয় বিভিন্ন সময়ে যথাযথ দাবি আদায় ও শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট সোচ্চার হয়ে প্রিন্সিপাল ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে দেশের চলমান কারিগরি শিক্ষা ভাবনা বিষয়ে ও যথেষ্ট সামাজিক কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার, স্বাধীনতা সংসদের চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মো. শহীদুল্লাহ্ প্রিন্স এবং সাধারণ সম্পাদক আহাম্মদ সাহেদ প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা