ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফোর্ড মোটর চলতি বছর গাড়ি উৎপাদন বাড়াবে। যুক্তরাষ্ট্রে মিশিগানের কারখানায় পেট্রল, গ্যাস, বৈদ্যুতিক এবং উভয়ের সমন্বয়ে চালিত বেশ কয়েকটি মডেলের গাড়ির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার ফোর্ড মোটর্সের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে যেখানে ব্রঙ্কো স্পোর্ট এবং ম্যাভেরিক মডেলের প্রায় ২ লাখ ২৫ হাজার গাড়ি উৎপাদন হয়েছিল। তবে ২০২৩ সালে দুটি মডেলের প্রায় ৮০ হাজারের বেশি গাড়ি উৎপাদন বাড়ানো হবে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অবস্থানে থাকা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছরে এফ-১৫০ মডেলের হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি (ইভি) উৎপাদন বাড়িয়ে প্রায় তিনগুণ করে ১ লাখ ৫০ হাজারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক মডেলের একটি গাড়ির ব্যাটারিতে আগুন লাগার পর চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। তবে চলতি মাসের ১৩ তারিখ থেকে উৎপাদন পুনরায় শুরু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
এদিকে ২০২২ সালে এফ-১৫০ হাইব্রিড মডেলের বিক্রি ৯ দশমিক ৯ শতাংশ কমে ৬ লাখ ৫৪ হাজারে দাঁড়িয়েছে। যদিও এর মধ্যে ১৫ হাজার ৬১৭টি এফ-১৫০ হাইব্রিড মডেলের ট্রাকও ছিল। বিক্রি কমার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাপনায় ব্যপক সমস্যার কারণে বিক্রি কমে গিয়েছিল। এ ছাড়া গত দুই বছরে কোভিড মহামারির বিধিনিষেধ ও ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহ খরচ বেড়েছে। এতেই গাড়ির দাম বেড়ে বিক্রির পরিমাণ কমেছে।
এদিকে গত শুক্রবার শুরুর দিকে পুঁজিবাজারের লেনদেনে ফোর্ডের শেয়ারদর ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। গাড়ি বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ডাক পরিষেবার (ইউএসপিএস) পক্ষ থেকে চলতি সপ্তাহে জানায়, চলতি বছরের শেষ পর্যন্ত ফোর্ড ৯ হাজার ২৫০টি গাড়ি ই-ট্রানজিটের মাধ্যমে ডেলিভারি করবে।
ফোর্ড গত সপ্তাহে মাসটেং মাচ-ই মডেলের উৎপাদন বৃদ্ধি করেছে। মাসটেং মাচ-ই মডেলের উৎপাদন প্রতি ঘণ্টায় দ্বিগুণ করার মাধ্যমে ২০২৩ সালের শেষ নাগাদ বার্ষিক উত্পাদন ২ লাখ ১০ হাজার করার পরিকল্পনা করেছে ফোর্ড।সূত্র : রয়টার্স
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.