× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৭:২২ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৭:৪৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

টানা দুদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। বুধবার (১৫ মার্চ ) আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ডিএসই প্রধান সূচক দাঁড়ায় ৬ হাজার ২১৩ পয়েন্টে। তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হয় ৬০৭ কোটি ১৬ লাখ টাকা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে ৩০৬টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এ প্রতিষ্ঠানের ৫০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৯ লাখ টাকা।  এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা রূপালী লাইফ ইনস্যুরেন্সের ৩০ কোটি ৫৭ লাখ, এডিএন টেলিকমের ২৮ কোটি ২৪ লাখ ও আমরা নেটওয়ার্কের ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ারদর ৬ দশমিক ৩৬ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয় ১৬০ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ারদর ৩ দশমিক ৩৭ শতাংশ বেড়ে লেনদেন হয় ১৮৯ টাকা ৮০ পয়সায়। এ ছাড়া পদ্মা লাইফ ইনস্যুরেন্স ১ দশমিক ৮৭ শতাংশ, চাটার্ড লাইফ ইনস্যুরেন্স ১ দশমিক ৭৬ শতাংশ এবং এডিএন টেলিকমের ১ দশমিক ৫৪ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দর কমার শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। এ প্রতিষ্ঠানের শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ কমে লেনদেন শেষ হয় ৩৩ টাকা ৪০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ৯ দশমিক ৪৭ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ৫৩ টাকা ৫০ পয়সায়। এ ছাড়া ইউনিয়ন ক্যাপিটালের ৭ দশমিক ৯৫ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের ৭ দশমিক ৪৬ শতাংশ এবং সেনাকল্যাণ ইনস্যুরেন্সের ৭ দশমিক ২৮ শতাংশ শেয়ারদর কমেছে।

এদিকে ডিএসইর মূল মার্কেটের ধারাবাহিকতায় এসএমই বোর্ডের সূচকও কমেছে। ডিএসএমইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত ৩টির। লেনদেন হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত ১০৬টির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা