ছবি : সংগৃহীত
বিটকয়েনের দাম ৯ দশমিক ২ শতাংশ বা ২ হাজার ২০৭ ডলার বেড়ে ২৭ হজার ৩৫৯ ডলার হয়েছে।
বিটকয়েন বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। গত বছরের জানুয়ারিতে বিটকয়েনের দাম ছিল ১৬ হাজার ৪৯৬ ডলার। তবে চলতি বছরের একই সময়ে তা ৬৬ শতাংশ বেড়েছে। এদিকে ইথারিয়াম ব্লক চেইনের সঙ্গে সম্পর্কিত ডিজিটাল মুদ্রার দাম ৫ দশমিক ৫ শতাংশ বা ৯২ দলার বেড়ে প্রায় ১ হাজার ৭৬৯ ডলার হয়েছে।
তবে গত বছর ক্রিপ্টোর ব্যাপক দরপতন ঘটে। ফেডের নিয়মিত সুদের হার বাড়তে থাকে। এতে ডিজিটাল মুদ্রায় ঝুঁকির আশঙ্কায় বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের উৎসাহ হারায় ও পিছপা হতে থাকে। এদিকে চলতি বছর বিটকয়েনের দাম ক্রমশ বাড়ছে। গত মঙ্গলবার ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এদিকে দুর্দশাগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে ঋণ প্রদানের প্রক্রিয়া নিয়ে কিছু মতবিরোধ তৈরি হয়েছে। এ অবস্থায় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বেসরকারি ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। সূত্র : রয়টার্স
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.