× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট টেকনোলজিসের রজতজয়ন্তী: ২৫ শতাংশ ক্যাশব্যাক সনি-স্মার্টে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম

স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পার্টনাররা।

স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পার্টনাররা।

নানা আয়োজনে নিজেদের ব্যবসার রজতজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেড। গত বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় জহির স্মার্ট টাওয়ারের রজতজয়ন্তী উদযাপন করে প্রতিষ্ঠানটি। 

রজতজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম। 

এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক মো. তানভীর হোসেন, সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান সুম শু লিং করণ ও কর্মকর্তা কিয়াও ইং, এবং সনি বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস।

অনুষ্ঠানে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী সনি-স্মার্টের সকল শোরুমে সব পণ্যে ২৫ শতাংশ ক্যাশব্যাক ঘোষণা দেন। তিনি জানান, ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় উপহারও পাবেন ক্রেতারা।

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘২৫ বছর আগে খুব ছোট পরিসরে আমাদের কার্যক্রম শুরু করি। মাত্র তিন থেকে চারজন কর্মী নিয়ে স্মার্ট টেকনোলজিসের যাত্রা শুরু হয়। তাদের মধ্যে একজন এখনও আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমাদের ব্যবসার অন্যতম অংশীদার আমাদের চ্যানেল পার্টনাররা। আমরা বিশ্বাস করি পার্টনারশিপে। আমাদের ব্যবসার ৯০ ভাগই পার্টনারশিপের মাধ্যমে।’ 

তিনি বলেন, তাদের ২৫ বছরের যাত্রায় অনেক মূল্যবান পার্টনার তৈরি করেছেন। আর তারাই ব্যবসাকে দেশে সমৃদ্ধ করেছে। 

তিনি বলেন, ‘আমরা চালু করেছি জি-ফাইভ পলিসি। এর আওতায় আমরা নিশ্চিত করছি জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন।’ 

সামনের দিনেও এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

দেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে বাংলাদেশের বাজারে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি কর্পোরেশনের ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা