× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের দাম ১৫ মাসে সর্বনিম্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৯:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী ব্যাংক খাতের অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর প্রভাবে কমেছে জ্বালানি তেলের চাহিদা। এতেই ১৫ মাসে সর্বনিম্নে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। গতকাল অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৭ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ কমে ৭০ ডলার ৯০ সেন্টে নেমে আসে। 

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল  ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)  দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৮৮ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ কমে ৬৪ ডলার ৮৬ সেন্টে বিক্রি হয়েছে। উভয় মানদণ্ডেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০২১ সালের ডিসেম্বরের পর এবার সর্বনিম্নে নেমেছে। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে ধস নামার পর উভয় মানদণ্ডে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ। যা গত বছরের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। এদিকে এপ্রিল মাসের জন্য অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হবে আজ। 

বিশ্বব্যাপী সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের সংকট ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যাংকটি কিনে নিয়েছে দেশটির আরেক প্রতিষ্ঠান ইউবিএস। ক্রেডিট সুইস অধিগ্রহণের ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো বাজারের তারল্য বাড়ানো এবং অন্যান্য ব্যাংকগুলোকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। 

এ বিষয়ে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের কমোডিটি রিসার্চের প্রধান ব্যাডেন মুর বলেন, ‘এখন আমাদের মূল চেষ্টা বর্তমান ব্যাংক খাতের অস্থিরতা কাটানো এবং ফেডের সুদের হার কত হয় তা দেখার দিকে।’ 

তবে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন আরও কমাতে পারে উল্লেখ করে মুর বলেন, ‘ব্যাংক খাতে অস্থিরতায় জ্বালানি তেলের দাম আরও কমতে পারে। অন্যদিকে ওপেক তেলের দাম বাড়াতে উৎপাদন আরও কমিয়ে দিতে পারে।’  

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড) আগামী সভায়  ব্যাংকঋণে সুদের হার কী মাত্রায় বাড়াতে পারে, এমন উত্তর পেতে রয়টার্সের করা জরিপে বেশিরভাগ অর্থনীতিবিদ বলেছেন, সাম্প্রতিক সময়ে  ব্যাংক খাতে অস্থিরতা সত্ত্বেও ফেড আগামী ২২ মার্চের সভায় সুদের হার ২৫ বেসিস পয়েন্টে বাড়াতে পারে। 

সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা