× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপীয় ব্যাংকের শেয়ারের দরপতন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৯:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্রেডিট সুইস ব্যাংকের পতনের পর ইউরোপীয় ব্যাংকগুলোর শেয়ারেও দেখা দিয়েছে অস্থিরতা। জার্মানির ডয়চে ব্যাংক ও ফ্রান্সের বিএনপি পারিবাসের প্রাথমিক লেনদেনে বড় পতন দেখা গেছে। বিএনপির শেয়ারদর কমেছে  প্রায় ৬ দশমিক ৮  শতাংশ ও ডয়চে ব্যাংকের শেয়ারদর ৯ দশমিক শতাংশ। যদিও উভয়ের শেয়ারই কিছুটা লোকসান পুনরুদ্ধার করেছে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি ও বার্কলেইস ব্যাংকের শেয়ারদরেও পতন দেখা গিয়েছে। সম্প্রতি ব্যাংক খাতে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এমনটি হচ্ছে বলে জানা গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ব্যাংকগুলোর শেয়ারদর পতন, গতকাল সোমবার এশিয়ার ব্যাংকগুলোর শেয়ারদর পতনের অনুরূপ। এমনকি সুইজারল্যান্ডের একমাত্র আন্তর্জাতিক ব্যাংক ইউবিএসও লন্ডন, প্যারিস ও ফ্রাঙ্কফুর্টভিত্তিক বড় ব্যাংকগুলোর মতো শেয়ারদর পতনের মুখোমুখি হয়েছে।

সুইজারল্যান্ড সরকার সাম্প্রতিক বছরগুলোতে ক্রেডিট সুইসকে উদ্ধার করার চেষ্টা করেছে। কিন্তু ব্যাংকটি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি জটিল সমস্যার সম্মুখীন হয়ে আসছিল। ফলে বিনিয়োগকারীরা এ ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। এর আগে গত রবিবার ক্রেডিট সুইস ব্যাংককে কিনে নেয় ইউবিএস। একই সঙ্গে ক্রেডিট সুইসের ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণের দায়ও নিয়েছে ইউবিএস।

সূত্র : দ্য স্ট্রেইট টাইমস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা