× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে ব্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ২২:০৭ পিএম

পাহাড়ে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মসূচি চালু করবে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন। সংগৃহীত ছবি

পাহাড়ে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মসূচি চালু করবে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন। সংগৃহীত ছবি

পাহাড়ে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে রাঙামাটিতে দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচি চালু করবে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

সোমবার (২০ মার্চ) বিকালে রাঙামাটি পর্যটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশনের ইকরাম কবীরের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশিক্ষনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ১০০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে কাজ করবে। এ ছাড়া নিজ জেলার বাইরেও সম্প্রসারণে এ প্রশিক্ষণ সহায়তা করবে।

আরও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ব্যাংক পার্বত্য অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য একটি সক্ষমতা উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করছে। তৃণমুল পর্যায়ের নারী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার পথ সুগম করা এবং অর্থ-ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞান প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদে ব্যবসাকে টেকসই করতে আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করানোর জন্য এই কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই সৈয়দ আবদুল মোমেন,  ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান, ব্র্যাক ব্যাংকের মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা মরিয়মসহ ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমরা পার্বত্য অঞ্চলে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে পেরে আনন্দিত। এ অঞ্চলের নারীদের উদ্যোক্তা হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। এই প্রশিক্ষণে দেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে আমাদের দৃঢ় অঙ্গীকার প্রতিফলন।’

এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক এর দীর্ঘদিনের অংশীদার। ২০২২ সালে এই দুটি প্রতিষ্ঠান পাঁচটি জেলায়  উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য একটি নিবিড় গ্রুমিং কর্মসূচি আয়োজন করেছিল। একসঙ্গে তারা এই প্রশিক্ষণকে দেশের অন্যান্য অঞ্চলে নিয়ে যেতে এবং নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা