× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যামাজনে ফের গণছাঁটাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ০০:৩৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন আবারও কর্মী কমানোর ঘোষণা দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় ৯ হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দিতে যাচ্ছে সংস্থাটি। এই কর্মীদের বেশিরভাগই এডব্লিউএস, টুইস এবং বিজ্ঞাপন বিভাগে কাজ করতেন। এমনটাই জানিয়েছেন সংস্থার সিইও অ্যান্ডি জ্যাসি।

বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ লাখ কর্মী কাজ করছেন। অ্যামাজন বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কর্মী ছাঁটাই শুরু হবে। তবে কোন দেশ থেকে কত কর্মী ছাঁটাই করা হবে, তা এখনও পরিষ্কার করে জানায়নি। চলতি বছরের জানুয়ারিতে অ্যামাজন প্রতিষ্ঠানের খরচ কমানোর কথা বলে ১৮ হাজার কর্মী ছাঁটাই করে। 

কর্মীদের কাছে তার ইমেইলে জ্যাসি লিখেছেন, ‘এটি আমাদের জন্যে খুব কঠিন সিদ্ধান্ত; তবে এটি দীর্ঘমেয়াদে কোম্পানির জন্য ভালো হবে। বর্তমান সময়ের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার শঙ্কায় প্রতিষ্ঠানের খরচ কমাতে আমাদের লোকবল কমানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।’ 

তিনি আরও বলেন, কোভিডকালীন লকডাউনে যখন মানুষ গৃহবন্দি ছিল, তখন অন্য বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মতো অ্যামাজনেরও প্রচুর পরিমাণ বিক্রি ছিল। কিন্তু বর্তমান অর্থনৈতিক মন্দায় অতিরিক্ত খরচ সামাল দিতে ক্রেতারা অনলাইনে কেনাকাটা অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই অ্যামাজনও সংকটে পড়েছে। অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান গুগল এবং মেটা প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। গত সপ্তাহে মেটা ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। 

অ্যান্ডি জ্যাসি অ্যামাজন থেকে বাদ পড়া কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রতিষ্ঠানের কর্মী হারানো কখনোই সহজ কোনো বিষয় নয়। যারা আমাদের ছেড়ে চলে যাবেন, প্রতিষ্ঠানের হয়ে ক্রেতাদের সঠিক সেবা প্রদানের জন্য আপনাদের ধন্যবাদ।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা