× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি মৌসুমে উৎপাদন বাড়বে পাম তেলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ০৯:২৪ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

ইন্দোনেশিয়ায় গত বছরের তুলনায় চলতি বছর ৩ শতাংশ বেশি পাম তেল উৎপাদন হবে বলে পূর্বাভাস দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)।

সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ মৌসুমে ইন্দোনেশিয়ার পাম তেলের উৎপাদন ৪ কোটি ৬০ লাখ মেট্রিক টন হবে। এদিকে ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারও জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে পাম তেল উৎপাদনের জমির পরিমাণ দুই লাখ একর বাড়ছে। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থাগুলো চলতি বছরের দ্বিতীয়ার্ধে একটি এল নিনো বা তীব্র শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে সয়াভিত্তিক খাদ্য শিল্পের ক্রমবর্ধমান চাহিদা বাড়ার কারণে দেশটি ২০২৩-২৪ মৌসুমে দুই কোটি ৬৫ লাখ মেট্রিক টন সয়াবিন আমদানির পরিকল্পনা করছে।

এদিকে তেলেঙ্গানা কৃষি বিভাগ আগামী চার বছরে পাম তেল চাষের আওতাধীন এলাকা ১০ লাখ একর বাড়াতে যাচ্ছে। চলতি মৌসুমেই আবাদি জমির পরিমাণ দুই লাখ একর বাড়ানোর পরিকল্পনাও করছে তারা। এরই মধ্যে রাজ্য সরকার নতুন নতুন এলাকায় পাম চাষ সম্প্রসারণের জন্য বরাদ্দ করার আদেশ জারি করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত ৯ লাখ ৪৯ হাজার একর এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

তেলেঙ্গানা রাজ্য সরকার পাম তেলের উৎপাদন বাড়াতে যান্ত্রিকীকরণে ৫০ শতাংশ সহায়তাসহ অন্যান্য সহায়তা প্রদান করছে।

রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তেলেঙ্গানা ২০২১-২২ মৌসুমে ভারতে একক অংশীদার হিসেবে ১৯ দশমিক ৩২ শতাংশ পাম উৎপাদন করে প্রথম স্থানে রয়েছে। সরকার প্রথম চার বছরের জন্য পাম বাগান, মালিকানা আন্তঃফসল এবং ক্ষুদ্র সেচের জন্য প্রতি একর জমিতে ৫০ হাজার ৯১৮ রুপি পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। 

ভারতে পাম তেল চাষের আওতাধীন এলাকা প্রায় ৯ লাখ ২৫ হাজার একর। দেশটির বার্ষিক অপরিশোধিত পাম তেলের উৎপাদন ২ লাখ ৯০ হাজার মেট্রিক টন, যেখানে চাহিদা এক কোটি মেট্রিক টনের বেশি। এ ঘাটতি পূরণ হয় আমদানির মাধ্যমে। ২০২১-২২ সালে বিভিন্ন প্রকল্পের অধীনে প্রায় ৬৮ হাজার ৪৪০ একর জমি পাম তেল চাষের আওতায় আনা হয়।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ২০২২-২৩ সালে ৬১ হাজার ২৭৭ একর জমি পাম তেল চাষের আওতায় আনা হয়। সরকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথম কিস্তি হিসাবে ১০৭ কোটি ৪৩ লাখ রুপি অনুমোদন করেছে, যার মধ্যে কৃষক এবং সংস্থাগুলোকে ভর্তুকি হিসাবে ৮২ কোটি রুপি দেওয়া হয়েছে। 

তেলেঙ্গানায় প্রায় তিন লাখ ৬৬ হাজার টন পাম তেলের চাহিদা রয়েছে। বর্তমান উৎপাদন হচ্ছে ৫২ হাজার ৬৬৬ টন। রাজ্যে দুটি প্রক্রিয়াকরণ ইউনিট কাজ করছে। একটি অশ্বরাওপেটায় এবং অন্যটি ভাদ্রদ্রি কথাগুদেম জেলায়। এ ছাড়াও রাজ্যে মোট ১১টি কোম্পানি কাজ করছে। 

অন্যদিকে এ বছর আর্জেন্টিনা এবং চীনে চাহিদার তুলনায় সয়াবিনের উৎপাদন কমেছে। তবে বিশ্ববাজারে ব্রাজিল ৯ কোটি ৭০ লাখ সয়াবিন রপ্তানির পরিকল্পনা করছে। তবে চীনে ব্রাজিলের সরবরাহকৃত সয়াবিনের চাহিদা কমেছে। ২০২১-২২ শস্য মৌসুমের তুলনায় ২০২২-২৩ মৌসুমে চীনে সয়াবিনের অভ্যন্তরীণ চাহিদা শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। ভবিষ্যতে চাহিদা আরও কমতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ। তবে চীনের এ চাহিদা কমাকে ঐতিহাসিকভাবে সর্বনিম্ন স্তর বলে উল্লেখ করেছে সংস্থাটি। তাদের পক্ষ থেকে জানানো হয়, এটি ব্রাজিলের সয়াবিনের বাজারকে আঘাত করেছে। 

তবে বিশ্বব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সংকট কাটাতে আগামী জুলাইয়ের মধ্যে এ তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন এফএও, আইএমএফ, বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানরা।

সূত্র : নাসডাক ও দ্য স্যাইসাট ডেইলি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা