× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএমএফ থেকে দেড় হাজার কোটি ডলার ঋণ পাচ্ছে ইউক্রেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২০:৫৯ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২১:২৬ পিএম

বোমায় বিধ্বস্ত ইউনিভার্সিটি অব খারকিভের একটি ভবন। ছবি : সংগৃহীত

বোমায় বিধ্বস্ত ইউনিভার্সিটি অব খারকিভের একটি ভবন। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারের বেশি ঋণ দিতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যুদ্ধরত প্রথম কোনো দেশ হিসেবে আইএমএফের ঋণ সহায়তা পাচ্ছে ইউক্রেন। 

আইএমএফ বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাহী পর্যায়ে ঋণ অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। গত বছর ইউক্রেনের অর্থনীতি ৩০ শতাংশ সংকুচিত হয়েছে। চলতি বছরও দেশটির অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছে আইএমএফ।

ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি গতকাল জানায়, কিয়েভ ও আইএমএফের মধ্যে কর্মী পর্যায়ে সমঝোতা হয়েছে। চার বছর মেয়াদি সমন্বিত ঋণ কর্মসূচির আওতায় এক হাজার ৫৬০ কোটি ডলার পাবে ইউক্রেন। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া ও ইইউ সদস্যপদের দিকে যাত্রা এবং আর্থিক স্থিতিশীলতা আনতে ইউক্রেন সরকারকে সহায়তার অংশ হিসেবে এ ঋণ দিচ্ছে আইএমএফ। 

এক বিবৃতিতে আইএমএফের কর্মকর্তা গ্যাভিন গ্রে বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব ফেলেছে। এতে দেশটিতে দারিদ্র্যের মাত্রা বেড়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানান, গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহ ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে আইএমএফের ঋণ।

কিয়েভ স্কুল অব ইকোনমিকস বলছে, ২০২২ সালের ডিসেম্বর নাগাদ ইউক্রেনের অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে ১৩ হাজার ৮০০ কোটি ডলারের, যা ২০২১ সালের জিডিপির প্রায় ৭০ শতাংশের সমান। আইএমএফ কর্মসূচি দুই ধাপে বিভক্ত। প্রথম ধাপের মেয়াদ এক বছর থেকে ১৮ মাস। সূত্র : বিবিসি, দ্য ন্যাশনাল নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা