টেকনো ফ্যান্টম ফাইভ ফোল্ড। ছবি : ফ্যান্টম
বিশ্ববাজারে ভাঁজ করা ডিসপ্লের সবচেয়ে কম দামি স্মার্টফোন উন্মুক্ত করেছে মোবাইল নির্মাতা
প্রতিষ্ঠান টেকনো। ‘টেকনো ফ্যান্টম ফাইভ ফোল্ড’ নামের ফোনটির দাম হবে ১ হাজার ডলারেরও
নিচে। গত মাসে স্পেনের শহর বার্সেলোনায় হয়ে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এ প্রথমবারের
মতো ফোনটি প্রযুক্তিপ্রেমীদের সামনে উন্মুক্ত করা হয়।
টেকনোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ‘নয়দা’ ফ্যাসিলিটিজে ফোনগুলো তৈরি
করা হবে এবং প্রাথমিক অবস্থায় কোম্পানিটির টেকনো ফ্যান্টম ফাইভ ফোল্ড উৎপাদনের বাৎসরিক
লক্ষ্যমাত্রা ২ কোটি ৪০ লাখ ইউনিট। আর এটিই ভারতের মধ্যে তৈরি হওয়া প্রথম ভাঁজ করা
স্মার্টফোন।
এর আগে গ্যাজেটের রিভিউভিত্তিক ওয়েবসাইট জিএসএমআরিনায় বলা হয়েছিল, চলতি
বছরের দ্বিতীয় প্রান্তিকেই ফোনটি বাজারে আসতে যাচ্ছে। কালো ও সাদা দুই রঙে পাওয়া যাবে
ফোনটি।
ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেকের ৪ ন্যানোমিটারের
ফ্ল্যাগশিপ চিপসেট ‘ডাইমেনসিটি ৯০০০+ এসওসি’। জিপিউ হিসেবে থাকছে ‘মালি-জি৭১০ এমসি১০’।
স্টোরেজ অনুযায়ী এর সংস্করণ রয়েছে দুটি। একটিতে স্টোরেজ থাকবে ২৫৬ জিবি, অন্যটিতে ৫১২
জিবি। দুই সংস্করণেই এলপিডিডিআর৫এক্সের র্যাম থাকছে ১২ জিবি। এতে কোনো মেমরি কার্ড
স্লট থাকছে না।
ভাঁজ করা ফোনটির ওজন ২৯৯ গ্রাম। এর মধ্যে দুটি ডিসপ্লে থাকবে। ভেতরের ডিসপ্লেটি
হবে ভাঁজ করা। ডিসপ্লেটির রেজ্যুলুশন থাকবে ২০০০*২২৯৬ পিক্সেলের এলটিএমও অ্যামোলেড
প্রযুক্তির। রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। ডিসপ্লের সুরক্ষা হিসেবে থাকবে কর্নিং গরিলা
গ্লাস ভিক্টাস। ফ্রন্ট ডিসপ্লে ৬.৪২ ইঞ্চির ৪৩১ পিপিআইয়ের ফুল এইচডি ডিসপ্লে। এর ডিজাইন
অনেকটাই দক্ষিণ কোরিয়ার ফোন নির্মাতা কোম্পানি স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের
স্মার্টফোনের মতো।
ব্যাক ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে থাকছে সর্বনিম্ন ১.৯
অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২.০ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের
টেলিফটো লেন্স, ২.২ অ্যাপারচারের ১৩ মেগাপিক্সেলের ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স।
এর ফ্রন্ট ক্যামেরায় থাকছে ডুয়েল লেন্স। একটি ১৬ মেগাপিক্সেলের, আরেকটি ৩২ মেগাপিক্সেলের।
এতে থাকছে ৫ হাজার এমএএইচ লিথিয়াম আয়নের ব্যাটারি। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার।
টেকনোর দেওয়া তথ্য মতে, ফোনটির ৪০ শতাংশ চার্জ হতে সময় নেবে ১৫ মিনিট। ৫৫ মিনিটের মধ্যে
এটি পুরো চার্জ হবে। কোনো ৩.৫ এমএম অডিও জ্যাক থাকছে না।
টেকনোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটি ১১ এপ্রিলে ভারতের বাজারে উন্মুক্ত
করা হবে। সেই হিসাবে হয়তো চলতি মাসেই বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে ফোনটি।
সূত্র : গ্যাজেটস ৩৬০
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.