× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

হৃতিক রোশানকে সঙ্গে নিয়ে মাউন্টেন ডিউর ‘ভয়ের পরেই জয়’

প্রবা প্রতিবেদন

০১ এপ্রিল ২০২৩ ১৮:৫৭ পিএম । আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৯:৩৩ পিএম

মাউন্টেন ডিউর নতুন টিভিসিতে হৃতিক রোশান। প্রবা ফটো

‘ভয়ের পরেই জয়’ ধারণাটি বাংলাদেশের ভোক্তাদের কাছে ভিন্ন ধাঁচে উপস্থাপন করতে নতুন এক ক্যাম্পেইন শুরু করেছে মাউন্টেন ডিউ। নতুন আঙ্গিকে ‘ভয়ের পরেই জয়’ ধারণা নিয়ে হাজির হলেন হৃতিক রোশান-মাউন্টেন ডিউ।

কোমল পানীয় এ ব্র্যান্ডটি দেখিয়েছে নিজের ভয় ও দ্বিধাগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার মধ্যেই সাধারণ-অসাধারণের পার্থক্য। আর এই ভাবনার মাধ্যমে দেশের তরুণদের ভয়গুলো জয় করার উৎসাহ দিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃতিক রোশানের রোমাঞ্চকর, দুঃসাহসিক ও হাই-অক্টেন স্ট্যান্টসহ একটি অনুপ্রেরণামূলক গল্পের নতুন টিভিসি নিয়ে এসেছে মাউন্টেন ডিউ।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃতিক রোশান বলেন, ‘মাউন্টেন ডিউর সাথে কাজ করা আমার জন্য সবসময়ই রোমাঞ্চকর। আমি নিজেও বিশ্বাস করি যে, নিজের ভয়কে জয় করে সাহসের সঙ্গে যেকোনো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া উচিৎ। তাই মাউন্টেন ডিউর ক্যাম্পেইনগুলো করতে আমি উপভোগ করি। ভোক্তারা নতুন ক্যাম্পেইনটি পছন্দ করবে এবং তাদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করছি।’

পেপসিকো বাংলাদেশের অ্যাসোসিয়েট ডিরেক্টর অব মার্কেটিং অনুজ গোয়াল বলেন, ‘ভয়ের পরেই জয় ধারণার মাধ্যমে যারা ঝুঁকি নিতে ভয় পায়না এবং ভয় ও দ্বিধাকে পেছনে ফেলে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যায় বাংলাদেশে মাউন্টেন ডিউ সবসময়ই তাদের সম্মান জানিয়েছে। বাংলাদেশের ভোক্তারা এই টিভিসি দেখে অনুপ্রাণিত হবে। একজন সত্যিকারের হিরোর মতোই হৃতিক রোশান এখানে ভয়ের পরেই জয় বিশ্বাসকে ফুটিয়ে তুলেছে।’

ট্রান্সকম বেভারেজেসের হেড অব মার্কেটিং শারফুদ্দিন ভূঁইয়া শ্যামল বলেন, ‘আমরা মাউন্টেন ডিউর নতুন ক্যাম্পেইন নিয়ে নতুন বছরটি শুরু করেছি। বাজারের খুবই জনপ্রিয় একটি কোমল পানীয় হিসেবে ব্র্যান্ডটি সর্বদাই ভয়ের পরেই জয় ধারণা নিয়ে কাজ করে। যা এখনকার তরুণদের চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভোক্তারা বরাবরের মতো এবারও নতুন টিভিসিটি পছন্দ করবে বলে আমি আশাবাদী।’

৩৬০ ডিগ্রি ক্যাম্পেইনের মাধ্যমে মাউন্টেন ডিউর নতুন টিভিসিটি টেলিভিশন, ডিজিটাল, আউটডোর ও সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হবে। মাউন্টেন ডিউর সিঙ্গেল সার্ভ ও মাল্টি সার্ভ প্যাক সকল মডার্ন ও ট্রেডিশনাল আউটলেট ছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা