× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার জন্য গাড়ি কিনতে যাচ্ছেন তামিম?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২০:৫৫ পিএম

কার জন্য গাড়ি কিনতে যাচ্ছেন তামিম?

বেশ রাত হয়ে গেছে। শহরের লোকজন বাসায় ফিরে গেছে। সেই সময় একটি গাড়িতে করে ঢাকার রাস্তা ধরে ছুটছেন মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একটু কান পাততেই বোঝা গেল, তামিম ও তানভীর এ মিশুকের এই অভিযান একটা বিলাসবহুল গাড়ি কিনতে। কিন্তু কার জন্য এই গাড়ি কিনতে যাচ্ছেন তারা?

এই প্রশ্নের উত্তর মিলল তামিমের কথাতেই। তিনি জানালেন, নগদ বিশাল একটা ক্যাম্পেইন নিয়ে এসেছে। যেখানে আগের মতই নিয়মিত ও বড় অঙ্কের ক্যাশ ব্যাক পাচ্ছেন গ্রাহকরা। এ ছাড়া মোটরসাইকেল, ফ্রিজ, ট্যাব, হেডফোন, সেডান গাড়ি জেতার সম্ভাবনা থাকছে। সবচেয়ে বড় চমক হলো, এই ক্যাম্পেইনে মাত্র ৫০০ টাকার কেনাকাটা করেই কেউ একজন পেয়ে যাবেন কোটি টাকার একটা বিএমডব্লু গাড়ি।

দুজনের কথায় বোঝা গেল, এই ক্যাম্পেইনটা আসলে ক্যাশলেস সোসাইটি করার পথেই একটা পদক্ষেপ। তামিম প্রশ্ন করলেন, ‘তানভীর ভাই, আমি শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ৭৫ শতাংশ ক্যাশলেস হয়ে যাবে। আমরা যখন বিদেশ যাই তখন দেখি, ক্যাশ যা নিয়ে গিয়েছিলাম, তা থেকে গেছে। কার্ড আর ডিজিটাল ওয়ালেটে সব কেনাকাটা-প্রয়োজন মিটে যায়। আপনি কী বলবেন, আমরা ক্যাশলেস হতে পারব?’

তানভীর এ মিশুক বললেন, ‘দেখেন, আমরা এই ক্যাম্পেইনটা করছি কেন? ক্যাশব্যাক ২৫-৫০ টাকা তো অনেকেই দেয়। কিন্তু আজকাল আমাদের দেশের যে উন্নয়ন হয়েছে, তাতে বেশিরভাগ মানুষের কাছে এই সামান্য ক্যাশব্যাক খুব অর্থ বহন করে না। তাই আমরা ক্রেতাদের ডিজিটাল লেনদেনে আগ্রহী করতে নতুন একটা চমক নিয়ে এসেছি। আমরা দামি কিছু গিফট দিতে চাই।’

এই দামি গিফট কী করে ডিজিটাল লেনদেনে আগ্রহী করবে, তার ব্যাখ্যাও দিয়েছেন তানভীর এ মিশুক। বলেন, ‘নগদ প্রায় ১০ কোটি টাকা খরচ করেছে মূলত গ্রাহকদের আরও বেশি ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে। তাতে করে ১০ কোটি বাংলাদেশের পুরো ডিজিটাল খাতের জন্যে শতকোটি টাকার সুবিধা হয়ে ফেরত আসবে। কারণ ডিজিটালি কেনাকাটার ফলে যে ডিজিটাল ডেটাবেজ তৈরি হবে তাতে ক্রেতা-বিক্রেতা উভয়েরই লাভ। মূলত কোটি কোটি গ্রাহকের ডিজিটাল ডেটাবেজের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে ক্রেডিট রেটিং, ডিজিটাল লেন্ডিং, বাই নাউ পে লেটার সেবাগুলো চালু করতে সুবিধা হবে। কারণ এসব সেবা মূলত ডিজিটাল ফুটপ্রিন্ট আছে এমন গ্রাহকের তথ্যের ভিত্তিতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে তৈরি হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা