ছবি : সংগৃহীত
দক্ষিণ অস্ট্রেলিয়ায় ২০২২-২৩ মৌসুমে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হতে পারে। এ সময়ে আনুমানিক খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টন, যা গত মৌসুমের তুলনায় ৫১ শতাংশ বেশি। এমনকি বিগত পাঁচ বছরের গড় উৎপাদনের তুলনায় ৭১ শতাংশের বেশি বলে জানিয়েছে দেশটির দ্য ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ড্রাস্ট্রি অ্যান্ড রিজিয়ন।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ মৌসুমে মোট খাদ্যশস্যের মধ্যে গম উৎপাদন হবে ৭৩ লাখ ৩০ হাজার টন, বার্লি ৩০ লাখ ৮০ হাজার টন, সরিষা ৬ লাখ ৮৪ হাজার টন এবং ওটস ২ লাখ ৩০ হাজার ৯৫০ টন।
প্রতিকূল আবহাওয়ার কারণে ২০২২-২৩ উৎপাদন মৌসুমের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে ফসল কাটা এবং নতুন ফসলের বীজ বপনে বিলম্ব হয়। তবে চলতি মৌসুমে অনুমানিক খাদ্যশস্য উৎপাদন ১ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টন হতে পারে, যা ২০১৬-১৭ মৌসুমের সর্বোচ্চ উৎপাদন হওয়ার পরও ছিল ১ কোটি ১১ লাখ টন।
এদিকে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপে প্রায় সবকিছুর দাম আকাশচুম্বী। ফলে ২০২২-২৩ অর্থবছরের মোট শস্যের আনুমানিক বাজারমূল্য ৪৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ৩৩০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। সে হিসাবে এবার খাদ্যশস্যের বাজারমূল্যেও রেকর্ড করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সূত্র : ওয়ার্ল্ড গ্রেইন ডটকম
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.