× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সির দর ঊর্ধ্বমুখী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১২:৩১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৮:৫৫ পিএম

বৃহস্পতিবারের (২৭ এপ্রিল) হিসাবে গত ২৪ ঘণ্টায় কয়েন মার্কেট ক্যাপের তথ্যমতে ক্রিপ্টোকারেন্সির দাম সর্বোচ্চ ২৯ হাজার ৯৯৫ ডলার হয়েছিল। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবারের (২৭ এপ্রিল) হিসাবে গত ২৪ ঘণ্টায় কয়েন মার্কেট ক্যাপের তথ্যমতে ক্রিপ্টোকারেন্সির দাম সর্বোচ্চ ২৯ হাজার ৯৯৫ ডলার হয়েছিল। ছবি : সংগৃহীত

বেশ কয়েক দিনের দরপতনের পর বিটকয়েনসহ অধিকাংশ প্রধান ক্রিপ্টোকারেন্সির দাম আবারও বাড়ছে। পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ ১ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবারের (২৭ এপ্রিল) হিসাবে গত ২৪ ঘণ্টায় কয়েন মার্কেট ক্যাপের তথ্যমতে, ক্রিপ্টোকারেন্সির দাম সর্বোচ্চ ২৯ হাজার ৯৯৫ ডলার হয়েছিল। যেখানে একই সময়ে মুদ্রাটির সর্বনিম্ন দর ছিল ২৭ হাজার ৩২৪ ডলার। এদিন বিটকয়েনের মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়ায় ৫৬০ বিলিয়ন ডলারে।

এদিকে বিটকয়েনের মতো দাম বেড়েছে ক্রিপ্টোকারেন্সির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইথারিয়ামের। ১ হাজার ৭৯২ ডলারের দাম থেকে বৃহস্পতিবারের হিসাবে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ৯৬২ ডলারে গিয়ে দাঁড়ায়।

পাশাপাশি দাম বেড়েছে মিমকয়েনগুলোরও। ডজকয়েনের দাম ৮ সেন্ট ছাড়িয়ে যায়। এ ছাড়া একই সময়ে শিবা ইনুর দাম কিছুটা বাড়লেও এখন পড়তির দিকে।

তবে সাম্প্রতিক সময়ে মিমকয়েনের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফ্লোকি ইনু। বাইন্যান্স.ইউএসে তালিকাভুক্তির পর গত সোমবার এর দর এক দিনের মধ্যে ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। একই সময়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে আকিতা ইনু।

সম্প্রতি ইনভেস্টিং.কমের হিসাবে কারডানোর দাম ৩.৩৪ শতাংশ বেড়ে ৪১ সেন্ট স্পর্শ করলেও কমেছে সোলানার দাম। বর্তমানে সোলানার দাম ২১.৭৫ ডলার এবং এর মার্কেট ক্যাপিং ৮.৫৯ বিলিয়ন ডলার।

সূত্র : কয়েন মার্কেট ক্যাপ/ইনভেস্টিং.কম
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা